ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

আনসাং স্টারস নিয়ে মু্ন্নী সাহা

প্রকাশিত: ১১:১৫ এএম, ০৬ জুলাই ২০১৫

ঈদ অনুষ্ঠানমালায় দেশের সুবিধাবঞ্চিত ২৩ শিল্পীর অংশগ্রহণে এটিএন নিউজে প্রচার হবে ‘আনসাং স্টারস’ (কুড়িয়ে পাওয়া সুর)।

দেশের আনাচে কানাচে অনেক সংগীত প্রতিভা আছে যাদেরকে কেউ চেনে না। তারা বিভিন্ন পেশায় নিয়োজিত। কেউ রিক্সাচালক, কেউ ভ্যানচালক, কেউ দিনমজুর, কেউ গৃহিণী। বড় পরিসরে কখনো তাদের গান করার সুযোগ হয়ে ওঠেনি। এটিএননিউজ গত কয়েক বছর ধরে তাদেরকে সেই সুযোগ করে দিচ্ছে।

মুন্নী সাহার সঞ্চালনায় আনসাং স্টারস নামে এই অনুষ্ঠানে গান করেছেন সেইসব প্রতিভা, টেলিভিশনে গান করা যাদের কাছে স্বপ্নের মতো।

অনুষ্ঠানটি প্রচারিত হবে ঈদের দিন, দ্বিতীয় ও তৃতীয় দিন রাত সাড়ে নয়টায় শুধু মাত্র এটিএন নিউজে।


এলএ