শাহেদের কাছে প্রভার কমিশন
নিত্যদিনের ঘটনায় কমিশন খুব পরিচিত একটি শব্দ। তবে বেশিরভাগ সময়ই একে নেতিবাচক অর্থে দেখা হয়। সাধারণত কোনো ফায়দা লাভে, দালালি করে কমিশন চাওয়া হয়।
সম্প্রতি তেমনই কমিশন খাওয়ার ঘটনা দেখা যাবে আহসান হাবিবের রচনা ও খায়রুল পাপনের পরিচালনায় নির্মিত ‘কমিশন’ নাটকে। নাটকে একজন কোরিওগ্রাফার চরিত্রে শাহেদ শরীফ খান ও উঠতি মডেল চরিত্রে নাদিয়া জাহান প্রভা।
নাটকের গল্পে দেখা যাবে, ম্যাক খান একজন কোরিওগ্রাফার। তিনি কমিশনের বিনিময়ে ছাত্রদের কাজের ব্যবস্থা করে দেন। কমিশন আদায়ের জন্য আশ্রয় নেন নানান ছল-চাতুরির। একটি ঘটনার মাধ্যমে বুঝতে পারেন কমিশনের টাকায় সম্মান নেই।
নাটকটিতে আরও অভিনয় করেছেন চিত্রলেখা গুহ, মুনিয়া ইসলামসহ অনেকে।
‘কমিশন’ প্রসঙ্গে পরিচালক বলেন, ‘এ নাটকে শাহেদ শরিফ একজন কোরিওগ্রাফার আর প্রভা একজন উঠতি মডেল। এ নাটকে শাহেদ প্রভার কাছ থেকে কমিশন নেয়। তারপরের ঘটনা জানতে হলে নাটকটি দেখতে হবে।’
আরজিবি প্রযোজিত নাটকটি ঈদে একুশে টিভিতে প্রচার হবে।
এলএ/এমএস