ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

মিম বেশি সুন্দরী : ভারতীয় পরিচালকের অভিযোগ

প্রকাশিত: ০৮:০৯ পিএম, ০৭ জুলাই ২০১৫

বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম কলকাতায় একটি ছবিতে কাজ করছেন, গণমাধ্যমের কল্যাণে এ খবর অনেকেরই জানা। সম্প্রতি এই ছবির পরিচালক এক অদ্ভুত অভিযোগ করলেন মিমের বিরুদ্ধে।

পরিচালক রাজা চন্দ’র অভিযোগ হলো, মিম একটু বেশিই সুন্দরী। তার ছবিতে যে মধ্যবিত্ত মেয়ের চরিত্রটি মিম করছেন, সে চরিত্রের তুলনায় মিম বেশি ‘গর্জাস’ হওয়ায় পরিচালককে রীতিমতো মিমের চেহারাকে মেকআপ দিয়ে ‘টোন ডাউন’ করতে হয়েছে বলেও জানা গেছে।

সঙ্গে আরো একটি অভিযোগ অবশ্য আছে পরিচালকের- মিম সারাদিন প্রায় কিছুই খান না।

রাজা চন্দ’র ভাষায়, “আমার তো ভয় হয়, সে কখন না অজ্ঞান হয়ে পড়ে যায়!”

এদিকে মিম জানিয়েছেন, চরিত্রটি তার খুবই পছন্দ হয়েছে। তার বিপরীতে থাকা সোহমও দারুণ অভিনেতা। সুতরাং তিনি খুবই মনোযোগী যেন পরিচালক রাজা চন্দকে অন্তত তার অভিনয় নিয়ে নিরাশ হতে না হয়।

এসআরজে