ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

শহিদের বিয়ে নিয়ে মুখ খুললেন কারিনা (ভিডিও)

প্রকাশিত: ০৬:৫৪ এএম, ১৫ জুলাই ২০১৫

মহা ধুমধাম করে সম্প্রতি বিয়ে করলেন বলিউডের হার্টথ্রব শহিদ কাপুর। কনে দিল্লীর মেয়ে মীরা রাজপুত৷ শহিদ তার বিয়েতে নিমন্ত্রণ করেছিলেন বলিউডের সব কাছের মানুষদের।

নিমন্ত্রণ পেয়ে এসেওছিলেন অনেকে নতুন বর-কনেকে আশির্বাদ করতে। সে তালিকায় ছিলেন বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চনও। কিন্তু নিমন্ত্রণ পেয়েও আসেননি শহিদের সাবেক প্রেমিকা বর্তমান নবাব বাড়ির গিন্নী কারিনা কাপুর খান।

এ নিয়ে অনেক কথাই উঠছিলো বি-টাউনে। অনেকেই দাবি করেছেন, শহিদের বিয়ে ভালোভাবে নিতে পারেননি কারিনা। এমনই নানা গুঞ্জন যখন চারিদিকে তখনই প্রেমিকের বিয়ে নিয়ে মুখ খুললেন কারিনা।

সম্প্রতি সালমানের সাথে তার নতুন ছবি ‘বজরঙ্গি ভাইজান’র প্রচারণায় একটি টিভিতে এসেছিলেন বেবো। সেখানেই তিনি বললেন নিজের ব্যক্তিগত জীবনের নানা কথা।  এর আগে সাবেক এ প্রেমিকের বিয়ের খবর নিয়ে বেশ উচ্ছ্বসিত ছিলেন করিনা কাপুর৷ প্রথমে শোনা গেছে, শহীদ প্রথম বিয়ের নিমন্ত্রণ করেছিলেন প্রাক্তন প্রেমিকা কারিনাকে। পরে খবর আসে কারিনাকে বিয়ের নিমন্ত্রণই করেননি শহীদ। শেষ পর্যন্ত দেখা গেলো শহীদের বিয়েতে যাননি কারিনা। তবে তাকে যে কারিনা এখনো ভুলে যাননি তা তার একটি টিভি সাক্ষাৎকার থেকেই বোঝা যায়। সাবেক প্রেমিক শহীদ কাপুর ও নিজের ব্যক্তিগত জীবন নিয়ে সেখানে মুখ খুললেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর।




এলএ/এমআরআই