ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

সাবিনা ইয়াসমিনের গানে পঞ্চাশ পর্বে এটিএন মিউজিক

বিনোদন প্রতিবেদক | প্রকাশিত: ০১:৫৭ পিএম, ১৫ জানুয়ারি ২০১৮

গানের জীবন্ত কিংবদন্তি শিল্পী সাবিনা ইয়াসমিন। জন্ম ১৯৫৪ সালের ৪ সেপ্টেম্বর। ৪ দশকেরও বেশি সময় ধরে বাংলা গানের বিভিন্ন ধারার নানান মিশ্র আঙ্গিকের সুরে গান গেয়ে চলেছেন। সক ক’টা জানালা খুলে দাও না, মাঝি নাও ছাড়িয়াদে, সুন্দর-সুবর্ণ-তারুণ্য-লাবণ্য, এমন অসংখ্য কালজয়ী গানের শিল্পী তিনি।

বাংলা চলচ্চিত্রের প্রায় ১২ হাজার গানে কণ্ঠ দিয়েছেন তিনি। দশবার পেয়েছেন জাতীয় পুরস্কার। এছাড়াও এই গুণী শিল্পী একুশে পদকসহ অসংখ্য পুরস্কারে ভুষিত হয়েছেন। বরেণ্য এই শিল্পীর নিজ কণ্ঠে গাওয়া ৫টি গান নিয়ে এটিএন বাংলায় আগামীকাল মঙ্গলবার বিকাল ৪টা ৩০ মিনিটে প্রচার হবে সংগীতানুষ্ঠান ‘এটিএন মিউজিক’। সাবিনার গানে অনুষ্ঠানটি ৫০তম পর্বের মাইলফলক ছুঁয়ে যাবে।

সামিয়া জাহানের উপস্থাপনায় অনুষ্ঠানটি পরিচালনা করেছেন মোশতাক হোসেন মাশুক। পঞ্চাশ পর্বে সাবিনা ইয়াসমিন গাইবেন- ‘আমি রজনীগন্ধা ফুলের মত গন্ধ বিলিয়ে যাই’, ‘চিঠি দিও প্রতিদিন, চিঠি দিও’, ‘ঝড়ের ও পাখি হয়ে উড়ে’, ‘শুধু গান গেয়ে পরিচয়’ এবং ‘অশ্র“ দিয়ে লেখা এ গান’।

এটিএন মিউজিক অনুষ্ঠানটি প্রতি শনি ও সোমবার সকাল ৯টা ৩০ মিনিটে এবং রবি ও মঙ্গলবার বিকাল ৪টা ৩০ মিনিটে প্রচার হয় এটিএন বাংলায়।

এলএ/জেআইএম

আরও পড়ুন