ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

অ্যাকশন ম্যাজিক নিয়ে আসছেন ক্যাটরিনা

প্রকাশিত: ০৬:৫৪ এএম, ১৮ জুলাই ২০১৫

রুপালি পর্দায় অ্যাকশন ম্যাজিক নিয়ে হাজির হচ্ছেন `ধুমগার্ল` তারকা ক্যাটরিনা কাইফ। `ফ্যান্টম` শিরোনামের ছবিতে তাকে দুর্দান্ত মারপিট করতে দেখা যাবে। ছবির চরিত্রের প্রয়োজনে ক্যারাতে ও মার্শাল আর্ট প্রশিক্ষণ নিয়েছেন ক্যাটরিনা। হুসেইন জাইদির উপন্যাস `মুম্বাই অ্যাভেঞ্জার্স`-এর ওপর ভিত্তি করে `ফ্যান্টম`-এর কাহিনি এগিয়ে যাবে।

সাজিদ নাদিয়াদওয়ালা প্রযোজিত এই ছবিতে বিশ্ব-সন্ত্রাসকে তুলে ধরা হয়েছে। তাই `ফ্যান্টম` ছবিতে ক্যাটরিনা বন্দুক হাতে যুদ্ধ করতে দেখা যাবে। শুধু তাই নয়, চরিত্রকে ব্যস্তবসম্মত রূপ দিতে রণাঙ্গনের সাজ-পোশাক পরিধান করেছেন তিনি। এছাড়া এ ছবিতে তাকে কুর্দিশ ও অ্যারোবিক ভাষায় কথা বলতে দেখা যাবে।

এ প্রসঙ্গে ক্যাটরিনা বলেন, `ফ্যান্টম ছবির চরিত্রটি আমার জন্য বেশ চ্যালেঞ্জিং ছিল। কারণ ছবির প্রতিটি স্ট্যান্ট দৃশ্যে নিজেই অভিনয় করছেন। এছাড়া এটি অ্যাকশন ধারার ছবি হওয়ায় দর্শক আমাকে একেবারে মেকাপবিহীন দেখতে পাবে।`

সূত্রটি আরো জানিয়েছে, `ফ্যান্টম` ছবিটি পরিচালনা করেছেন কবীর খান। কাউন্টার-টেররিজম-ভিত্তিক এ ছবিতে ক্যাটরিনার সঙ্গে জুটিবদ্ধ হয়েছেন সাইফ আলি খান। সম্প্রতি `ফ্যান্টম`-কে ইউ/এ সার্টিফিকেট প্রদান করল সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন। ২৮ আগস্ট ছবিটি মুক্তি পাবে।

এমএস/এসকেডি/এমএস