মৃত্যুর হুমকিতেও পৃথিবী বদল করে যাবে আমার পরিবার : নুহাশ হুমায়ূন
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) জনপ্রিয় অধ্যাপক ও নন্দিত লেখক ড. মুহম্মদ জাফর ইকবালের উপর রক্তাক্ত হামলা হয়েছে। গতকাল শনিবার দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত হয়েছেন তিনি নিজের বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসেই।
এই হামলায় দেশজুড়ে ক্ষোভে ফেটে পড়েছে তরুণ প্রজন্ম। হচ্ছে মানববন্ধন ও প্রতিবাদ সভাও। এই ঘৃণ্য হামলার প্রতিবাদে সামাজিত যোগাযোগ মাধ্যমে সোচ্চার হয়েছেন নানা অঙ্গনের তারকরাও। এবার মুখ খুললেন জাফর ইকবালের ভাতিজা নুহাশ হুমায়ূন।
চাচার উপর হামলার পর মুখ খুলেন হুমায়ূন আহমেদের ছেলে ও তরুণ নির্মাতা নুহাশ হুমায়ূন। চাচার উপর হামলার প্রেক্ষিতে ফেসবুকে ইংরেজিতে পোস্ট দেন। সেখানে তিনি বলেন, ‘এটা যে কারো সঙ্গেই ঘটতে পারে। হঠাৎ করেই খবর পেতে পারেন আপনার পরিচিত কেউ অসুস্থ। তাকে দেখতে তখনই হাসপাতালে ছুটে যাবেন আপনি। এমনিতে হার্ট অ্যাটাক বা স্ট্রোকের এমন খবর আমরা অনেক পাই। কিন্তু আমাকে শুনতে হলো আমার পরিবারের উপর হামলা হয়েছে। মিডিয়ায় সেই খবর সরাসরি সম্প্রচার করছে। হলিউডের অ্যাকশন চলচ্চিত্রের মতো করে বর্ণনা দিয়ে বোঝানো হচ্ছে কীভাবে, কে হামলা করেছে। নানা মন্তব্য ও প্রার্থনায় ভরে যাচ্ছে ফেসবুকের পাতাও।’
তিনি দেশে নিরাপত্তা নিয়ে বলেন, ‘আমি নিজের দেশে নিরাপদে থাকতে চাই। কিন্তু এখন মনে হচ্ছে সেটা বাস্তবে সম্ভব না।’
তবে নিজের ও নিজের পরিবারের শক্ত মানসিকতা প্রকাশ করে নুহাশ বলেন, ‘আমি দৃড়কণ্ঠে বলতে চাই, আমার আমার পরিবার অসম্ভব রকমের শক্ত মনের ও দারুণ স্থিতিশীল। যাই হোক না কেন ব্যাপার না, মৃত্যুর মুখে গিয়েও আমার পরিবার পৃথিবী বদল করে যাবেই। এ ব্যাপারে নিশ্চিত থাকুন।’
এলএ/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - বিনোদন
- ১ জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা: শ্রেষ্ঠ অভিনেতা নিশো, অভিনেত্রী পুতুল
- ২ একঝাঁক শিল্পীর সঙ্গে লন্ডনে বাউল উৎসব মাতালেন শারমিন দিপু
- ৩ ২৬০ কোটি ভিউ ছাড়িয়ে ইতিহাস গড়লো ‘এটা আমাদেরই গল্প’
- ৪ জাগো এন্টারটেইনমেন্টে দেখা যাচ্ছে ফারহান-মাহির ‘শুধু তোমারই অপেক্ষায়’
- ৫ মির্জা আব্বাসের ধৈর্য দেখে বাবার কথা মনে পড়ে : শবনম ফারিয়া