এলো সিয়াম ও হৃদির বন্ধু রে
ছোট পর্দার অভিনেতা থেকে এখন বড় পর্দায় বেশ ব্যস্ত নায়ক সিয়াম আহমেদ। গেলো বছরে 'পোড়ামন ২' ছবির মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে সিয়ামের। এরপর আরও কিছু সিনেমায় কাজ করেছেন। ছবির ফাঁকে ফাঁকে এখন কাজ করছেন নাটক ও মিউজিক ভিডিওতে।
সম্প্রতি নতুন একটি মিউজিক ভিডিওতে কাজ করেন সিয়াম। গানের শিরোনাম 'বন্ধু রে'। এটি বৃহস্পতিবার সন্ধ্যায় কাইনেটিক নেটওয়ার্কের ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে।
গত বছরের ২১ ও ২২ ডিসেম্বর এফডিসির একটি ফ্লোরে বিশাল আয়োজনে এই গানের ভিডিওর শুটিং হয়। ভিডিওতে সিয়ামের বিপরীতে মডেল হয়েছেন ম্যাঙ্গোলি সেরা নাচিয়ে সিজন-৩ চ্যাম্পিয়ন বাংলাদেশি বংশোদ্ভোত রুশকন্যা হৃদি শেখ।
মিউজিক ভিডিওটিতে হৃদি শুধু মডেলই নন, কাজ করেছেন নৃত্য পরিচালক হিসেবেও। এটিকে আকর্ষণীয় করতে বেশ শ্রম দিয়েছেন তিনি। হৃদি-সিয়াম ছাড়াও প্রায় ৬০ জন নৃত্যশিল্পী অংশ নিয়েছেন এতে।
হৃদির কোরিওগ্রাফিতে নাচে অংশ নেন সিয়াম। টানা ১০ দিন মহড়ার পর গানের ভিডিওর জন্য নাচতে ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন তিনি।
সিয়াম বলেন, ‘আমি নাচের শিল্পী নই। এ ধরনের নাচ তোলা আমার জন্য বেশ কঠিন ছিল। তাই শুটিংয়ের আগে নিজেকে প্রস্তুত করার জন্য টানা কয়েকদিন অনুশীলন করতে হয়েছে’।
কাজটি প্রসঙ্গে হৃদি বলেন, ‘কাজ শুরু করার আগে অডিশন করে প্রায় ৬০ জনকে নিয়েছি। এরপর টানা এক মাস তাঁদের অনুশীলন করিয়ে পরে শুটিংয়ে নেমেছি’।
বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক মুজার কথা ও সুরে ‘বন্ধু রে’ শিরোনামে গানটির সংগীতায়োজন করেছেন আদিব। গানটিতে কণ্ঠ দিয়েছেন তিনি নিজেই। ভিডিওটি যৌথভাবে পরিচালনা করেছেন এ কে পরাগ ও ভাস্কর দে।
এলএ/এমএমজেড/এমএস