ভিডিও ENG
  1. Home/
  2. বিনোদন

সেন্সরে রোশান-ববির ‘বেপরোয়া’

বিনোদন প্রতিবেদক | প্রকাশিত: ০৪:০৮ পিএম, ১৬ আগস্ট ২০১৮

কোরবানি ঈদের ছবির অপেক্ষায় কাটছে সিনেমার দর্শকের দিন। এবারের ঈদে মুক্তির তালিকায় থাকা সিনেমাগুলোর একটি রোশান-ববি অভিনীত ‘বেপরোয়া’। সিনেমাটির প্রচারণা শুরু হয়েছে আগে ভাগেই। গানের শুটিং বাকি ছিল। এরই মধ্যে গানের শুটিংও শেষ হয়েছে। ছবির সব কাজ শেষে এবার সেন্সর বোর্ডে জমা পড়লো জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ছবিটি। আজ বৃহস্পতিবার সেন্সরে জমা পড়েছে ‘বেপরোয়া’।

বৃহস্পতিবার দুপুরে ছবিটি জমা পড়ার বিষয়টি নিশ্চিত করে জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ জাগো নিউজকে বলেন,‘ ঈদে এই ছবিটি মুক্তির সিদ্ধান্ত নিয়েছি। ছবিটি মুক্তি দিতে প্রস্তুত আমরা। সেন্সরে জমা দেওয়া হলো সেই লক্ষ্যেই। যতদূর জানি আসছে রোববারে সেন্সর বোর্ডের সদস্যরা দেখবেন ছবিটি। কোরবানী ঈদে জাজের এই ছবিটি বাজিমাত করবে বলে আমাদের বিশ্বাস।’

ঈদে ‘বেপরোয়া’র মুক্তি উপলক্ষে বেশ উচ্ছ্বসিত রোশান। তিনি বলেন, ‘ঈদে নায়ক হিসেবে নিজের সিনেমা মুক্তির খবরটি সবসময়ই আনন্দের। এসময় দর্শকেরা আগ্রহ নিয়ে সিনেমা দেখতে হলে যান। আশা করছি আসছে ঈদে ‘বেপরোয়া’ দর্শকের সেরা পছন্দ হবে।’

এদিকে ছবিটির পরিচালক রাজা চন্দকে নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি বলছে, কলকাতার এই পরিচালকের ছবি মুক্তি হবে অবৈধ। কারণ তিনি চলচ্চিত্র পরিচালক সমিতির সদস্যপদ নেননি। এই সংক্রান্ত কিছু কাজ শুরু হলেও সেটি পুরোপুরি শেষ করেননি রাজা চন্দ। তাই তার ছবি মুক্তি পাবে না। এই প্রসঙ্গে জাজ প্রধান আব্দুল আজিজ বলেন, ‘পরিচালক সমিতির এই অভিযোগের কোনো ভিত্তি নেই। সমিতির নিয়ম সমিতির সদস্যদের জন্য। যিনি ওই সমিতির সদস্য নন তার জন্য তাদের কোনো আইন প্রয়োগ যুক্তিসম্মত নয়। পরিচালক সমিতি কোনো রাষ্ট্রীয় সংগঠন বা প্রতিষ্ঠান নয়। সুতারাং তাদের সদস্য না হয়ে সিনেমা নির্মাণ কোনোভাবেই বেআইনি হতে পারে না।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের যে কোনো নাগরিকেরই অধিকার আছে যে কোনো ভিডিওচিত্র বানানোর। সেটি যদি বেআইনি বা রাষ্ট্রদ্রোহী হয় তবে রাষ্ট্র তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। পরিচালক সমিতিকে সেই দায়িত্ব দেয়া হয়নি। তারা কেবল তাদের নিয়ম মেনে সদস্য হওয়াদেরকেই শাস্তি দিতে পারে। ‘বেপরোয়া’ শতভাগ দেশীয় ছবি। বিদেশি নির্মাতা দেশের নিয়ম মেনেই কাজ করেছেন এখানে। তবুও তথ্য মন্ত্রণালয় কোনো আপত্তি তুললে তার জবাব দেবে জাজ। কিন্তু অযৌক্তিকভাবে কেউ ষড়যন্ত্র করে ছবিটি আটকে দিতে চাইলে আমরা আদালতের দ্বারস্থ হবো।’

‘বেপরোয়া’ ছবির মাধ্যমে প্রথমবার জুটি বেঁধে ঢাকাই ইন্ডাস্ট্রিতে অভিষিক্ত হচ্ছ্নে রোশান ও ববি। এটি পরিচালনা করেছেন কলকাতার নির্মাতা রাজা চন্দ। গেল বছর এই ছবির বেশিরভাগ শুটিং হয়েছিল ভারতের তেলেঙ্গানা রাজ্যের রামুজি ফিল্ম সিটিতে। রোশান-ববি ছাড়াও ‘বেপরোয়া’ ছবিতে আরও দেখা যাবে শহিদুল আলম সাচ্চু, কাজী হায়াৎ, কমল, রেবেকা, চিকন আলী প্রমুখের অভিনয়।

এমএবি/এলএ/জেআইএম

আরও পড়ুন