ভিডিও ENG
  1. Home/
  2. বিনোদন

বাঘের দূত হলেন অমিতাভ বচ্চন

প্রকাশিত: ১১:২৬ এএম, ১২ আগস্ট ২০১৫

মহারাষ্ট্রের বাঘদূত হওয়ার জন্যে নির্বাচিত হলেন বলিউডের বিগ বি খ্যাত অমিতাভ বচ্চন। ইকোপর্যটন বাড়ানোর উদ্দেশ্যে, বিশেষ করে মহারাষ্ট্রের বাঘ পর্যটন বাড়ানোর জন্য বাঘদূত হতে মহারাষ্ট্রের বনমন্ত্রী সুধীর মুঙ্গতিওয়ার অনুরোধ করেন অমিতাভ বচ্চনকে।

জানা যায়, বনমন্ত্রী সুধীর মুঙ্গতিওয়ারির প্রস্তাবে সম্মতি জানিয়ে একটি লিখিত চিঠিতে ৭২ বছর বয়সী এই বলিউড তারকা জানান, ‘বাঘ বিষয়ে রাজ্য সরকারের সেবা দান করার এ প্রস্তাব আমি গ্রহণ করছি। রাজ্যের এই কল্যাণমুখী কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হতে এই চিঠির মাধ্যমে আমার সম্মতি জানাচ্ছি।’

উল্লেখ্য, এর পূর্বে আগে ২৯ জুলাই বিশ্ব বাঘ দিবসে মুঙ্গতিওয়ার অমিতাভ বচ্চনকে বাঘদূত হওয়ার আমন্ত্রণ জানিয়ে একটি চিঠি পাঠান।

আরএএইচ/এইচএন/আরআইপি