স্টেজ শোতে আছাড় খেলেন মাইলি (ভিডিও)
সম্প্রতি অস্ট্রেলিয়ার মেলবোর্নে স্টেজ শোতে পারফর্ম করতে গিয়ে পড়ে গেলেন রেকিং বল খ্যাত আমেরিকান পপ তারকা মাইলি সাইরাস।
গান গাইতে গাইতে যখন এ পপ তারকা নাচের মধ্যে ডুবে যান ঠিক তখনই ঘটে এ হাস্যকর ঘটনা। জানা যায়, এ সময় পশ্চাদ অংশে তার ফেক বাট ছিল। এ কারণেই মূলত ঘটনাটি ঘটেছে। তবে তিনি শারীরিকভাবে কোনো আঘাত পাননি।
এ অনুষ্ঠানটি লাইভ হওয়ায় আগত দর্শক ও মিডিয়ার ক্যামেরায় তা বন্দি হয়। তারপরই এ ভিডিওটি ছড়িয়ে পরে অনলাইনে। এমনকি মাইলি সাইরাসও তার ইনস্টাগ্রামে এ ঘটনার ছবি প্রকাশ করেছেন।
সর্বশেষ - বিনোদন
- ১ আতঙ্ক আর বেদনা নিয়ে ঢাকা ছাড়লেন ওস্তাদ আলাউদ্দিন খাঁর বংশধর
- ২ চলছে রণবীর সিংয়ের রাজত্ব, ‘অ্যানিমেল’ টপকে সেরা দশে ‘ধুরন্ধর’
- ৩ ৪৬ বছর বয়সেই করুণ মৃত্যু, জনপ্রিয় অভিনেতার মরদেহ উদ্ধার
- ৪ যে কারণে ভেঙেছিল শুভর সঙ্গে প্রেম, অবশেষে মুখ খুললেন বিন্দু
- ৫ নিরাপত্তার কারণে কনসার্ট বাতিল হওয়ায় আর্থিক ক্ষতিতে ‘শিরোনামহীন’