আলতাফ মাহমুদ পদক নিলেন আলাউদ্দিন আলী
শহীদ আলতাফ মাহমুদকে স্মরণ করতে ২০০৫ সাল থেকে প্রতি বছর স্মৃতি পদক প্রদানের আয়োজন করা হয়। এবারো শ্রদ্ধেয় দুই গুণীজনকে এই সম্মাননা প্রদান করা হলো। এবারে পদক পেয়েছেন প্রখ্যাত সুরকার-সংগীত পরিচালক আলাউদ্দিন আলী ও কথাসাহিত্যি হাসান আজিজুল হক।
সেগুনবাগিচায় মুক্তিযুদ্ধ যাদুঘরে রোববার সন্ধ্যায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। শ্বাসকষ্টজনিত চিকিৎসার জন্য আলাউদ্দিন আলী ছিলেন ব্যাংককে। শনিবার রাতে দেশে ফিরেই রবিবার যোগ দিয়েছেন অনুষ্ঠানে। তবে নিজের শারীরিক অসুস্থতার কথা ভুলে দীর্ঘ সময় কথা শোনালেন নতুনদের উদ্দেশে। তার হাতে পদক তুলে দেন অনুষ্ঠানের প্রথান অতিথি নাট্যজন-সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর ও শহীদ আলতাফ মাহমুদের স্ত্রী সারা আরা মাহমুদ।
শহীদ আলতাফ মাহমুদ স্মরণে পদক ও অন্তর্ধান দিবসের আয়োজন করেছিল শহীদ আলতাফ মাহমুদ ফাউন্ডেশন। এদিন পদকপ্রাপ্তদের একটি ক্রেস্ট, উত্তরীয় এবং আর্থিক পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানে স্মৃতিচারণ করেছেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দীন ইউসুফ, মঞ্চ অভিনেত্রী শিমূল ইউসুফ, চলচ্চিত্র নির্মাতা সালাউদ্দিন জাকিসহ আরও দু’একজন।
প্রসঙ্গত, ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো’ গানটিসহ অসংখ্য জনপ্রিয় গানের সুরকার-সংগীত পরিচালক ও গেরিলাযোদ্ধা আলতাফ মাহমুদ ১৯৭১ সালের ৩০ আগস্ট পাকিস্তানি সেনাবাহিনীর দ্বারা আটক হন। এরপর তাকে আর খুঁজে পাওয়া যায়নি।
এলএ/আরআইপি