‘ওপারে কেমন আছেন রাসেল ভাই, কবে মুক্তি পাবে ছবিটা?’
স্বপ্নবাজ নির্মাতা রাসেল আহমেদ তার প্রথম চলচ্চিত্রের শতভাগ শুটিং শেষ করেছিলেন। বাকি ছিল ছবির এডিটিং, ডাবিং ও কালার গ্রেডিংয়ের কাজ। সেই সব কাজ শেষ হওয়ার আগেই আকাশের তারা গেছেন তিনি। ‘নৃ’ নামে একটি ভিন্ন ধারার চলচ্চিত্র নির্মাণ করছিলেন এই নির্মাতা।
ভিটেবাড়ি বিক্রি করেছিলেন সিনেমাটির জন্য। ধারদেনাও করেছিলেন। পাওনাদারদের চাপ ছিল। যে ছবির জন্য এতো কিছু সেই ‘নৃ’ ছবিটা মুক্তি দিয়ে যেতে পারলেন না তিনি। ২০১৭ সালের ১৬ মে সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান রাসেল। ওই দিন ছিলো তার বিবাহ বার্ষিকী।
মৃত্যুর দুই বছর পরে হঠাৎ করে তাকে মনে পড়লো কেন? কারণটা হলো আজ ৫ জুলাই রাসেলের জন্মদিন। ১৯৭৬ সালের ৫ মে বরিশালে জন্মগ্রহণ করেন তিনি। এই দিনে তাকে স্বরণ করেছেন তার বন্ধুরা। রাসেল দেখছেন হয় তো ওপার থেকে তার ফেসবুকে ট্যাগ করে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন তার প্রিয়জনেরা।
খুব আক্ষেপ করে তার কাছে প্রশ্ন ছুঁড়ে দিচ্ছেন তার শোভাকাঙ্খিরা। ‘ওপারে কেমন আছেন রাসেল ভাই, কবে মুক্তি পাবে ছবিটা?’ এই প্রশ্ন কী শুনছেন রাসেল! তার স্বপ্নের ছবিটা কী মুক্তি পাবে না!
এ বিষয়ে কথা হলো ‘নৃ’ ছবির চিত্রগ্রাহক রাসেলের বন্ধু শরীফ খৈয়াম আহমেদ ঈয়নের সঙ্গে। তিনি জাগো নিউজকে বললেন, ‘রাসেল আহমেদের স্বপ্নের ছবি ছিলো এটা। সে বেঁচে থাকলে হয়তো মুক্তি পেয়ে যেতো ছবিটা। রাসেল চার বছর ধরে শুটিং নিয়ে যুদ্ধ করছিলেন।
তিনি শুধু একজন নির্মাতা ছিলেন না, তৃতীয় বিশ্বের একজন সাহসী সৎ নির্মাতা ছিলেন তিনি। এক কাপ চায়ের টাকাও তিনি বাঁচিয়ে রাখতেন চলচ্চিত্রের জন্য। ছবিটির গুণের ব্যাপারে কোনো ছাড় দিতে চাননি তিনি।
সেটা না করলে যেমন তেমন ভাবে ছবিটার ঠিকই শেষ করে মুক্তি দেওয়া যেতো। আমরাও চাই না সেটা করতে। আর্থিক সংকট তো ছিলোই সেটা কাটিয়ে ওঠার চেষ্টা করছি আমরা। ছবির ডাবিং শুরু করবো শিগগিরই। ২০২০ সালের মধ্যেই ছবিটি মুক্তি দেওয়ার ইচ্ছে আছে।’
ঈয়ন জানালেন, রাসেলের জন্মদিন উপলক্ষ্যে রাজধানীর হাতিরপুলে সব বন্ধুরা মিলে বসবেন তারা। সেখানে ছবিটির কাজ কীভাবে শেষ করা যায় সেই বিষয় নিয়ে আলাপ আলোচনা করবেন তারা।
রাসেল আহমেদ বেশ কিছু নাটকও নির্মাণ করেছিলেন। ‘ফ্লাইওভার’ ও ‘কনফেশন’ তার উল্লেখযোগ্য নাটক।
এমএবি/এলএ/এমকেএইচ