প্রেম নিয়ে হুমকিতে জোভান
প্রতি রোববার নতুন চমকের মুখোমুখি হয় জোভান। প্রেমের ফাঁদে কেউ তার জীবনকে তছনছ করার খেলায় মেতেছে। অচেনা অপশক্তির বিরুদ্ধে অভিনব ছক সাজায় সে। একের পর এক চমক ঘটনাকে নিয়ে যায় এক অনিবার্য নিয়তির নির্মমতার দিকে।
এমনই এক গল্পে নির্মিত হয়েছে নাটক ‘সানডে সাসপেন্স’। এটি দীপ্ত টিভিতে ঈদের ৭মদিন সন্ধ্যা ৬টায় প্রচারিত হবে।
নাটকটি রচনা করেছেন শফিকুর রহমান শান্তনু ও পরিচালনা করেছেন কায়সার আহমেদ। এতে দুই সুন্দরী অভিনেত্রী অর্ষা ও তাসনুভা তিশার সঙ্গে জুটি বেঁধেছেন জোভান।
নাটকে আছে নানা রকম সাসপেন্স। যা শেষ দৃশ্য দেখার আগ পর্যন্ত কেউ কল্পনাও করতে পারবে না। এখানে নাগরিক জীবনের জটিলতার চিত্র স্যাটায়ার ও থ্রিলারের আবহে দেখানোর পাশাপাশি একটি মানবিক সচেতনতামূলক বার্তা দেয়া হয়েছে।
নাটকটি নিয়ে আশাবাদী জোভান। তিনি বলেন, ‘খুব সুন্দর একটি গল্পের নাটক এটি। এবারে আমি চেষ্টা করেছি কিছু ব্যতিক্রমী কাজ করতে। তার মধ্যে অন্যতম একটি ‘সানডে সাসপেন্স’। এখানে আমার দুই সহ অভিনেত্রী অর্ষা ও তিশা চমৎকার কাজ করেছেন।’
এলএ/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - বিনোদন
- ১ জন্মদিনে জানুন টুইঙ্কেল খান্নার বহুমাত্রিক জীবনের গল্প
- ২ টাইটানিকের নায়িকার প্রথম ঘনিষ্ঠ মুহূর্ত কেটেছে মেয়েদের সঙ্গে
- ৩ বাংলাদেশে দীপু দাসকে পুড়িয়ে হত্যার নিন্দা জানিয়ে কটাক্ষের মুখে জাহ্নবী
- ৪ ঢাকায় মঞ্চস্থ হলো ‘রোকেয়ার স্বপ্নে আজকের সুলতানারা’
- ৫ পাকিস্তানি উপস্থাপকের মুখে রোকেয়ার নাম, চমকে গেলেন কাবিলা পলাশ