আসছে তানজিন তিশার প্রথম সিনেমা
তানজিন তিশা তখন শোবিজের নতুন মুখ। ২০১৫ সালে ঢাকা কোলকাতা মিলিয়ে শেষ করা হয় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘দুই বোন’ উপন্যাস অবলম্বনে ‘তুমি রবে নীরবে’ চলচ্চিত্রের কাজ।
পরে এটি মুক্তি দেয়া হয় ২০১৭ সালের ৫ মে। মাহবুবা ইসলাম সুমীর পরিচালনায় এই চলচ্চিত্রে ছোট বোনের ভূমিকায় অভিনয় করেছেন অভিনেত্রী তানজিন তিশা।
ছবিটি মুক্তির সময় আপত্তি তুলেন তিশা। তিনি দাবি করেন, টেলিছবি জেনেই এতে অভিনয় করেছিলেন তিনি। সিনেমার বিষয়ে কিছু তার জানা নেই।
সেই সিনেমাটিই আবার প্রচার হতে যাচ্ছে চ্যানেল আইতে। আগামী ৬ আগস্ট কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়াণ দিবসে চ্যানেল আইতে প্রচার হবে ‘তুমি রবে নিরবে’।
এ ছবিতে তানজিন তিশার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ।
কবিগুরুর প্রয়াণ দিবস উপলক্ষে ৬ আগস্ট সকাল ৭টা ৩০ মিনিট এবং দুপুর ১২টা ৩৫ মিনিটে স্টুডিও থেকে সরাসরি প্রচার হবে বরেণ্য কবি, সাহিত্যিক, রবীন্দ্র বিশেষজ্ঞ ও শিল্পীবৃন্দের অংশগ্রহণে আলোচনা, কবিতা পাঠ, গান ও আবৃত্তি অনুষ্ঠান। আর ‘তুমি রবে নিরবে’ ছবিটি দেখানো হবে বিকেল ৩টা ৫ মিনিটে।
এলএ/এমকেএইচ