সেরা নায়ক সালমান, নায়িকা প্রিয়াঙ্কা
বলিউডের সেরা অভিনেতা এবং অভিনেত্রী কে? এ প্রশ্নের জবাব নিয়ে অনেকে হয়তো অনেক কথায় বলবেন। তবে আপনি মানুন আর না মানুন বলিউডে বর্তমানে সেরা নায়ক সালমান খান এবং সেরা অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া।
টাইমস সেলেব্লেক্সের একটি জরিপে এ তথ্য প্রকাশ করা হয়েছে। বলিউড অভিনয় শিল্পীদের খবরের শিরোনাম, তাদের মুক্তিপ্রাপ্ত সিনেমা, টিভি রিয়েলিটি শোতে তাদের উপস্থিতি, তাদেরকে নিয়ে আলোচনা সব কিছু পর্যালোচনা করে এ ফলাফল প্রকাশ করেছে টাইমেস সেলেব্লেক্স।
প্রায় দশ হাজার সিনেমা হল, ২৫০টি টিভি চ্যানেল এবং ৬০টি পত্রিকা এবং ইন্টারনেটে এ ওয়েবসাইটের কোটি কোটি সারবস্ক্রাইবের মাধ্যমে তারা এ জরিপ করেছেন বলে জানা গেছে।
সালমানের বাজরাঙ্গি ভাইজান ও প্রেম রাতান ধন না পায়ও এবং রিয়েলিটি শো বিগ বসসহ তার অভিনীত অন্যান্য সিনেমার মাধ্যমে বলিউডের বক্স অফিসে ব্যাপক সাড়া ফেলেন। এ জন্য সেরা অভিনেতা হয়েছেন সালমান খান। অন্যদিকে ম্যারি কম সিনেমার জন্য সেরা বলিউড অভিনেত্রী নির্বাচিত হয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া।
এ তালিকায় দ্বিতীয় স্থানে আছেন হৃতিক রোশান। তৃতীয়তে রয়েছেন শাহরুখ খান, চতুর্থ অবস্থানে আছেন অক্ষয় কুমার এবং পঞ্চমে আছেন ফাওয়াদ খান। এই জরিপে নায়িকাদের মধ্যে দ্বিতীয় হয়েছেন দীপিকা পাড়ুকোন, ক্যাটরিনা কাইফ হয়েছেন তৃতীয়, চতুর্থ সোনম কাপুর এবং পরিনীতি চোপড়া আছেন পঞ্চমে।
সর্বশেষ - বিনোদন
- ১ আতঙ্ক আর বেদনা নিয়ে ঢাকা ছাড়লেন ওস্তাদ আলাউদ্দিন খাঁর বংশধর
- ২ চলছে রণবীর সিংয়ের রাজত্ব, ‘অ্যানিমেল’ টপকে সেরা দশে ‘ধুরন্ধর’
- ৩ ৪৬ বছর বয়সেই করুণ মৃত্যু, জনপ্রিয় অভিনেতার মরদেহ উদ্ধার
- ৪ যে কারণে ভেঙেছিল শুভর সঙ্গে প্রেম, অবশেষে মুখ খুললেন বিন্দু
- ৫ নিরাপত্তার কারণে কনসার্ট বাতিল হওয়ায় আর্থিক ক্ষতিতে ‘শিরোনামহীন’