ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

শুভ রহমানের নতুন গান 'তোকেই ভালোবেসেছি'

বিনোদন প্রতিবেদক | প্রকাশিত: ০১:০৮ পিএম, ০২ আগস্ট ২০২০

তরুণ কণ্ঠশিল্পী এবং সংগীত পরিচালক শুভ রহমান। ইতিমধ্যে যার নিজের গাওয়া মৌলিক গানের সংখ্যা ২ ডজনেরও বেশি।

এবার ঈদ উপলক্ষে তার মৌলিক গানের তালিকায় যোগ হয়েছে 'তোকেই ভালোবেসেছি' শিরোনামের আরও একটি নতুন গান।

গানটিতে কন্ঠ দেওয়ার পাশাপাশি এর সুর, সংগীত এবং কথা লিখেছেন তিনি নিজেই। গানটি খুব শিগগিরই তার নিজস্ব ভেরিভাইড ইউটিউব চ্যানেল 'শুভ রহমান' থেকে লিরিকাল ভিডিও আকারে প্রকাশিত হবে।

গানটির মিউজিক ভিডিও করার প্লান আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, 'গানটি খুবই মেলোডিয়াস এবং এই জন্যই গানটি নিয়ে আমি অনেক বেশি আশাবাদী। এখন শ্রোতাদের কাছে সেরকম আশানুরূপ সাড়া পেলে করোনা পরিস্থিতি ভালো হওয়ার পরে গানটির মিউজিক ভিডিও করারও ইচ্ছা আছে।'

এলএ/এমএস