প্রকাশ হয়েছে মুনের নৌকা
সময়ের প্রতিশ্রুতিশীল শিল্পী মুন মোনালিসা। সম্প্রতি এই শিল্পীর গাওয়া নতুন গান প্রকাশ হয়েছে। এর নাম ‘নৌকা’। গায়েনবাড়ির অফিসিয়াল ইউটিউবে গানটি দেখা যাচ্ছে মিউজিক ভিডিও আকারে।
কামরুল ইসলামের লেখা এই গানের সুর করেছেন বাউল শফি মন্ডল ও সংগীতে ছিলেন মীর মাসুম। গানটির ভিডিও নির্মাণ করেছেন মীর মাসুম।
গানটি নিয়ে মুন মোনালিসা বলেন, ‘দারুণ কথা দিয়ে সাজানো এই গানটির সুর করেছেন আমার শ্রদ্ধেয় গুরু শফি মন্ডল। মাসুম ভাইয়ের সংগীত ভালো লাগে সবসময়। সবমিলিয়ে শ্রোতাদের মন ছুঁয়ে যাবার মতো একটি গান হয়েছে এটি। গানটি মুক্ত হবার পর থেকেই শ্রোতাদের কাছ থেকে ভালো সাড়া পাচ্ছি। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি সবার প্রতি। আপনাদের ভালোবাসা আমাকে সামনে আরো ভালো গান গাইবার অনুপ্রেরণা যোগাবে।’
উল্লেখ্য, এর আগেও মুনের গাওয়া বেশ কয়েকটি গান প্রকাশ হয়েছে। সে গানগুলোও শ্রোতাপ্রিয়তা পেয়েছে।
এলএ/এমকেএইচ