ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

পিকের হাসির দৃশ্যের মেকিং (ভিডিও)

প্রকাশিত: ০৩:৫৫ এএম, ০৬ নভেম্বর ২০১৪

পিকে ছবির প্রচারে নতুন মাত্রা যোগ করলেন আমির খান। পোস্টার, টিজার ট্রেলরের পর এবার ছবির একটি হাসির দৃশ্যের মেকিং দর্শকদের সঙ্গে ভাগ করে নিলেন আমির খান।

তিনি মিস্টার পারফেকশনিস্ট। কাজেই যতক্ষণ না ছোট্ট শটও ওকে হচ্ছে, ততক্ষণ ধৈর্য্য হারান না আমির। পিকে মেকিংয়ের এই ছোট ভিডিওতে রয়েছে তার প্রমাণ।

দেখুন, পিকের মোটা নাপিতের মজার দৃশ্য-