মাইনাস ৩ ডিগ্রিতে শুটিং : নায়িকা পূজার প্রশংসায় পরিচালক
শিশুশিল্পী হিসেবে আলো ছড়িয়েছেন তিনি দীর্ঘদিন। এরপর নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন ২০১৭ সালে। এরইমধ্যে নামের পাশে যোগ হয়েছে ‘পোড়ামন ২’ ও ‘দহন’র মতো সিনেমাগুলো। আরও কিছু সিনেমায় তিনি কাজ করছেন। কিছু চলচ্চিত্র রয়েছে মুক্তির অপেক্ষায়।
বলছি চিত্রনায়িকা পূজা চেরির কথা। নায়ক রোশানের বিপরীতে ‘সাইকো’ নামের একটি সিনেমায় কাজ করেছেন তিনি। অনন্য মামুন পরিচালিত এই ছবিটি মুক্তির মিছিলে আছে।
আজ রোববার (৮ নভেম্বর) সিনেমাটির একটি গানের টিজার প্রকাশ হয়েছে সেলিব্রেটি প্রোডাকশনের ইউটিউব চ্যানেলে। টিজারটি শেয়ার দিয়ে পরিচালক মামুন গানটির শুটিংয়ের অভিজ্ঞতা জানিয়েছেন ফেসবুকে। সেখানে তিনি প্রতিকূল আবহাওয়া ও পরিবেশে নায়িকা পূজা ও রোশানের পরিশ্রমের প্রশংসা করেন।
বিশেষভাবে তিনি পূজাকে নিয়ে লেখেন, ‘মাইনাস ৩ ডিগ্রিতে আমরা শুটিং করেছি। পূজা-রোশান কি কষ্ট করেছে আমি নিজে তার স্বাক্ষী। ছিলো না কোন রুম হিটার, গরম পানির ব্যবস্থা। পূজা তোমার কষ্টে ছলছল করা চোখ দুটা এখনো আমার চোখের সামনে ভাসে।’
‘পূজা আমার চোখে দেখা ভালো মানুষ। আর ভালো মানুষের জীবনে সাকসেস আসবেই। যেমন আছো তেমনই থেকো সারা জীবন’- নায়িকার জন্য শুভকামনা জানিয়ে বলেন অনন্য মামুন।
এদিকে ‘তোর জন্য কত মায়ারে’ শিরোনামের গানটির টিজার বেশ নজর কেড়েছে ইমরান ও কনা ভক্তদের মধ্যে। অনেকদিন পর এই জুটির গান পেলেন শ্রোতারা। এ গানের কথা লিখেছেন কবির বকুল। সংগীতায়োজন ইমরানের।
এলএ/এমকেএইচ
আরও পড়ুন
সর্বশেষ - বিনোদন
- ১ আতঙ্ক আর বেদনা নিয়ে ঢাকা ছাড়লেন ওস্তাদ আলাউদ্দিন খাঁর বংশধর
- ২ চলছে রণবীর সিংয়ের রাজত্ব, ‘অ্যানিমেল’ টপকে সেরা দশে ‘ধুরন্ধর’
- ৩ ৪৬ বছর বয়সেই করুণ মৃত্যু, জনপ্রিয় অভিনেতার মরদেহ উদ্ধার
- ৪ যে কারণে ভেঙেছিল শুভর সঙ্গে প্রেম, অবশেষে মুখ খুললেন বিন্দু
- ৫ নিরাপত্তার কারণে কনসার্ট বাতিল হওয়ায় আর্থিক ক্ষতিতে ‘শিরোনামহীন’