ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

সঞ্জয়ের কাছে টাকা চাইলেন একতা

প্রকাশিত: ০৩:৩২ এএম, ০৯ নভেম্বর ২০১৪

জেল খেটেও যেন বিতর্ক পিছু ছাড়ছে না সঞ্জয় দত্তের। যতই তিনি সবার কাছে বিনয়ী ভদ্র মানুষ হয়ে থাকতে চান, ততই যেন চারদিক থেকে শত্রুতা চেপে ধরে তাঁকে। কোথাও কিছু নেই, হঠাৎ তাঁর কাছে ১.৫ কোটি টাকা দাবি করে বসেছেন প্রযোজক একতা কাপুর। এমনি নয়, রীতিমতো কাগজপত্র নিয়ে তৈরি একতা।

আইনি পদক্ষেপও নিয়েছেন তিনি। আদালত থেকে সঞ্জয়ের বাড়িতে এ সম্পর্কে একটি চিঠিও পাঠানো হয়েছে। একতার বক্তব্য একটি ছবির কাজ শুরুর সময় সঞ্জয়কে ১.৫ কোটি টাকা আগাম দেওয়া হয়েছিল। একতার সঙ্গে সেই ছবির যৌথ প্রযোজক ছিলেন সুনীল শেটি। পরে ছবিটি নানা কারণে হয়নি। তার মধ্যে সঞ্জয়ের জেলে যাওয়াও অন্যতম কারণ ছিল।

সুনীল সঞ্জয়ের স্ত্রী মান্যতার কাছে টাকাটা ফেরত চাইলেও তা পাওয়া যায়নি। তারপরই একতা বিষয়টি নিয়ে আদালতের দ্বারস্থ হয়। অন্যরা অনেকেই বলছেন টাকাটা যদি একতার প্রাপ্যই হয় তাহলে তিনি তা চেয়ে কোনও অন্যায় করেননি। এখন দেখা যাক সঞ্জয় বা তাঁর পরিবার কি করে? আদালতের ঘোষিত শাস্তি অনুযায়ী মুম্বই বিস্ফোরণ কাণ্ডে ধৃত সঞ্জয়ের ইয়েওয়াড়া জেলে এখনও ৪২ মাস বাকি।