জেমসের উপহারে আনন্দিত জয়া
গান গাওয়ার পাশাপাশি ছবি তুলতেও বেশ পারদর্শী জেমস। এ কাজে তিনি ভীষণ মনোযোগীও। তার তোলা অনেক ছবি এরই মধ্যে ভাইরাল হয়েছে। সেখানে যেমন আছে বিভিন্ন তারকার মডেল ফটোগ্রাফি তেমনই তার ছবিতে উঠে এসেছে প্রকৃতি।
সম্প্রতি তিনি ফটোশুট করেছেন অভিনেতা জয়া আহসানের। তার ক্যামেরায় অনন্যা হয়ে ধরা দিলেন জয়া। সেই ছবি ফেসবুকে ২৮ জানুয়ারি পোস্ট করেন জেমস। ক্যাপশনে লিখেছেন, ‘রুপালি পর্দার মাস্টার জয়া আহসান।’
ছবিটি দারুণ সাড়া ফেলে সোশাল মিডিয়ায়। জেমস ও জয়া; দুই তারকার ভক্তরাই ছবিটির প্রশংসায় মেতে উঠেন।
এরপর সোশাল মিডিয়ায় হাজির হন জয়া। জেমসের পোস্ট করা ছবিটি নিজের ওয়ালে ৩০ জানুয়ারি পোস্ট করেছেন অভিনেত্রী। লিখেছেন তিনি ভিষণ আনন্দিত জেমসের কাছ থেকে এমন উপহার পেয়ে।
জয়া লেখেন, ‘জীবন্ত কিংবদন্তীর কাছ থেকে চমৎকার এই উপহার পেয়ে আমি খুবই আনন্দিত। আমাকে এত সুন্দরভাবে ফ্রেমবন্দি করার জন্য নগরবাউল জেমসকে অসংখ্য ধন্যবাদ।’
জেমসের স্টুডিওতে তোলা হয়েছে জয়ার ছবিটি। তা জানিয়ে জয়া আহসান বলেন, ‘আমি জানতাম জেমস ভাই ভালো ছবি তোলেন। অনেক দিন ধরেই কথাবার্তা চলছিল তার সঙ্গে একটি ফটোশুটের। অবশেষে ব্যাটে-বলে মিললো।’
এলএ/এএসএম
আরও পড়ুন
সর্বশেষ - বিনোদন
- ১ হাদির আসনে নুরের দলের প্রার্থী মেঘনা আলম, দিলেন একগুচ্ছ প্রতিশ্রুতি
- ২ ইলিয়াস কাঞ্চনের জন্মদিন আজ, মন ভালো নেই নায়কের অনুরাগীদের
- ৩ কেটি পেরির সাবেক স্বামীর বিরুদ্ধে ধর্ষণ ও যৌন নিপীড়নের নতুন অভিযোগ
- ৪ রেস্তরাঁর গোপন ভিডিও ভাইরাল, জবাব জ্যাকুলিনের
- ৫ অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়তে বড়দিনে শিল্পকলায় আয়োজন