ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

শিক্ষকের ভূমিকায় নাসিরুদ্দিন শাহ

প্রকাশিত: ০২:৪৯ এএম, ১০ নভেম্বর ২০১৪

এবার শিক্ষকের ভূমিকায় নাসিরুদ্দিন শাহ। না কোন পর্দায় নয় বা কোন সিনেমায় অভিনীত চরিত্রেও নয়। আক্ষরিক অর্থে শিক্ষার্থী অভিনেতাদের শিক্ষক হতে চান তিনি। বাণিজ্যিক থেকে শুরু করে প্যারালাল মুভি এবং মঞ্চ দাপানো এই অভিনেতার অভিনয় ক্ষমতা আন্তর্জাতিক ভাবে স্বীকৃত।

তাই এবার অভিনয়ের পর ইন্ডাস্ট্রিতে আসা নতুন অভিনেতা-অভিনেত্রীদের প্রশিক্ষণ দেবার জন্য এবার একটি হ্যান্ডবই লিখবেন তিনি। রবিবার তাঁর লেখা আত্মজীবনী `অ্যান্ড দেন ওয়ান ডে-মেমর` বইটির সাফল্যে অনুষ্ঠানে এমনটাই মনের ইচ্ছাপ্রকাশ করলেন নাসিরুদ্দিন শাহ।

সাংবাদিকাদের এক প্রশ্নের উত্তরে এই দিন তিনি জানান, তিনি কোন লেখক নন। তবে অভিনয় প্রশিক্ষণে দেওয়ার জন্য তিনি একটি হ্যান্ডবই লিখবেন। যেখানে লেখা থাকবে একজন অভিনেতা হিসাবে নিজেকে তৈরি করতে কি কি করণীয়।

এর কারণ হিসাবে তিনি বলেন, আজকাল মুম্বই, দিল্লীতে যে সব অভিনয় প্রশিক্ষণ কেন্দ্র গুলি গড়ে উঠেছে, তাদের প্রশিক্ষণ পদ্ধতি খুব খারাপ। যা ছেলে মেয়েদের খুব ক্ষতি করছে। তাই সঠিক পদ্ধতি ছেলে-মেয়েদের অভিনয় প্রশিক্ষণ দিতে তিনি এই হ্যান্ড বুকটি লিখবেন।