ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

মা হতে ব্যাংকক যাচ্ছেন বর্ষা

প্রকাশিত: ০৩:১৮ এএম, ১০ নভেম্বর ২০১৪

সময় ঘনিয়ে এসেছে। তাই সন্তান জন্ম দিতেই সোমবার ব্যাংককে যাচ্ছেন চিত্রনায়িকা বর্ষা। তবে একা নন। সঙ্গে স্বামী চিত্রনায়ক অনন্ত জলিলও থাকবেন বলে বর্ষা তার ফেসবুক পেজে জানিয়েছেন।
 
রোববার বর্ষা তার নিজের ফেসবুক পেজে লেখেন, আগামীকাল এক মাসের জন্যে ব্যাংকক যাচ্ছি, আমার অনাগত সন্তানের জন্যে আর অপেক্ষা করতে পারছি না। সবাই আমার এবং আমার অনাগত সন্তানের জন্যে দোয়া করবেন।

প্রথম সন্তানের জন্ম যেন ব্যাংককে হয় তা অনন্ত-বর্ষা দুজনেই চেয়েছিলেন। তা ছাড়া ব্যাংককে অনন্ত-বর্ষার আত্মীয় স্বজনও রয়েছে।