EN
  1. Home/
  2. বিনোদন

বিয়ের বিরতি কাটিয়ে শুটিংয়ে ফিরলেন অপূর্ব

বিনোদন প্রতিবেদক | প্রকাশিত: ০৫:১৬ পিএম, ২১ অক্টোবর ২০২১

বেশ হইচই পড়ে গিয়েছিলো খবরটিতে। বিয়ে করছেন ছোট পর্দার সুপারস্টার জিয়াউল ফারুক অপূর্ব। সেই বিয়ের পর প্রায় দেড় মাস বিরতি শেষে শুটিংয়ে ফিরলেন এ অভিনেতা। আজ বৃহস্পতিবার (২১ অক্টোবর) থেকে নাটকের শুটিং শুরু করেছেন তিনি।

নাটকের নাম ‘লাভ এন্ড ওয়ার’। শফিকুর রহমান শান্তনুর গল্পে নাটকটি পরিচালনা করছেন সৈয়দ শাকিল। এতে অপূর্বর বিপরীতে দেখা যাবে তাসনিয়া ফারিণকে।

নতুন জীবন শুরুর পর আবারও পুরনো আঙিনায়, অনুভূতি জানিয়ে অপূর্ব বলেন, ‘একটু বিরতির প্রয়োজন ছিলো। সেইসঙ্গে জীবনটাও তো গুছাতে হবে। তাই ভেবেচিন্তেই একটু বিরতি নিলাম। আবার কাজে ফিরতে পেরে আনন্দ হচ্ছে। সবাইকে খুব মিস করছিলাম। প্রিয় মানুষগুলোর সঙ্গে দেখা হচ্ছে।’

গেল আগস্ট মাসের শেষের দিকে সবশেষ শুটিং করেছিলেন অপূর্ব। এরপর ২রা সেপ্টেম্বর বিয়ের পিঁড়িতে বসেন। এরপর ব্যক্তিগত কারণেই কিছুদিন কাজ থেকে বিরতি নেন এবং দুই মাস পর কাজে ফিরেন।

গেল ১ সেপ্টেম্বর বিয়ে করেছেন অপূর্ব। পাত্রী যুক্তরাষ্ট্রের নাগরিক শাম্মা দেওয়ান। পারিবারিক আয়োজনেই তারা নতুন জীবন শুরু করেছেন।

এলএ/জেআইএম

আরও পড়ুন