নায়ক জিতের সিনেমায় প্রসেনজিতের জুটি এবার মিথিলা
টলিউড জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এবার জুুটি বেঁধে অভিনয় করছেন এপার বাংলার অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলার সঙ্গে। ‘আয় খুকু আয়’ সিনেমায় দেখা যাবে তাদের। এই খবর বেশ আলোচনার জন্ম দিয়েছে টলিপাড়ায়।
জানা গেছে, আগামী ১৫ নভেম্বর থেকে ছবিটির শুটিং শুরু হবে।
আনন্দবাজার সূত্রে আরও জানা যায়, অভিনেতা জিৎ এই ছবির প্রযোজক। পরিচালনায় করবেন শুভেন্দু কুণ্ডুর। তাদের টিমে থাকবেন এক ঝাঁক অভিনয়শিল্পী। তালিকায় আছেন সোহিনী সেনগুপ্ত, দিতিপ্রিয়া রায়, বুদ্ধদেব ভট্টাচার্য, সত্যম ভট্টাচার্য, শঙ্কর দেবনাথ এবং রাহুল দেব বোস।
এই ছবিতে আবার হেমন্ত মুখোপাধ্যায়-শ্রাবন্তী মজুমদারের একদা বিপুল জনপ্রিয় গান ‘আয় খুকু আয়’ শোনা যাবে। ধারণা করা হচ্ছে গানটি গাইবেন শ্রীকান্ত আচার্য।
পরিচালক শুভেন্দু কুণ্ডুর ছবিটি নিয়ে বলেন, ‘শহুরে বাবা-মেয়ে নয়, আমার ছবি শোনাবে
গ্রাম-গঞ্জের বাবা-মেয়ের কাহিনি। এমনটা এর আগে কখনো সিনেমায় হয়নি!’
তিনি জানান, বোলপুরের আশপাশে লোকেশন এবং কলকাতায় হবে ‘আয় খুকু আয়’ সিনেমার দৃশ্যায়ন।
ছবিতে বাবার চরিত্রে অভিনয় করবেন বুম্বাদা। তিনি থাকবেন দ্বৈত চরিত্র। পরিচালকের দাবি, চরিত্রের মতোই বুম্বাদাকে একেবারে অন্য পেশায় দেখা যাবে। এই পেশায় অভিনয় করতেও তাকে এর আগে কেউ দেখেননি।
এমআই/এলএ/এএসএম
আরও পড়ুন
সর্বশেষ - বিনোদন
- ১ খালেদা জিয়াকে সামনে থেকে দেখার মধুর স্মৃতি জানালেন গায়িকা পুতুল
- ২ খালেদা জিয়ার প্রস্থান যুগে যুগে মানুষের হৃদয়ে লেখা থাকবে: অপু বিশ্বাস
- ৩ খালেদা জিয়ার মৃত্যুতে মহাকালের সমাপ্তি হলো : কনকচাঁপা
- ৪ দুই সপ্তাহেই ৭৬০ মিলিয়ন, ১ বিলিয়ন আয়ের পথে নতুন ‘অ্যাভাটার’
- ৫ নায়ক বিদেশে, নতুন বছরের শুরুতে আসছে সিনেমা