নতুন নাটক ‘ফাঁপরবাজি’
নির্মিত হয়েছেন নতুন নাটক ‘ফাঁপরবাজি’। রায়হান রনির গল্প এবং চিত্রনাট্যে নাটকটি নির্মাণ করেছেন আতিফ আসলাম বাবলু।
এ নাটকে অভিনয় করেছেন আরফিন জুনায়েদ। আরও আছেন সাহিন মৃধা, নাঈম খান তুর্য, নিপুণ আহমেদ, জয় আহমেদ, রতন রহমান, জেবা জান্নাত, আঞ্জুমান মুন, মেঘলা মারিয়া, সাবরিনা, মিমো ও আরও অনেকেই।
পরিচালক জানান, নাটকটি খুব শিগগিরই ‘আমার এন্টারটেইনমেন্ট’ ইউটিউব চ্যানেলে প্রচার হবে।
এ নাটকে সেলিনা আন্টি নামের একটি চরিত্র দেখা যাবে যার সঙ্গে থাকে একদল অবিবাহিত মেয়ে। তাদের মধ্যে সর্বদা লেগে থাকে ঝগড়-বিবাদ! ফলে তাদের এই ঝগড়ায় দিশেহারা ভাড়াটিয়া ও বাড়িওয়ালা সবাই।
তাদের হাত থেকে সবাই মুক্তি পেতে চায়। ঠিক সেই মূহুর্তে একদল ব্যাচেলরও বাসা খুঁজতে খুঁজতে এসে পড়ে সেই বাড়িতে। এ যেন আগুনের মাঝে আরেকটু ঘি ঢেলে দেয়া হলো। একই বাসায় পাশাপাশি ফ্ল্যাটে ছেলে ও মেয়েদের মুখোমুখি দেখা হয়ে যায়। বিভিন্ন কারণে দুই গ্রুপের মধ্যে বাকবিতণ্ডা চলতে থাকে। বাড়িওয়ালার বিপত্তি চরমে উঠে।
সেই বিপদ কাটিয়ে ভালোবাসার গল্পে পরিণত হয় ‘ফাঁপরবাজি’।
এলএ/এএসএম
আরও পড়ুন
সর্বশেষ - বিনোদন
- ১ আতঙ্ক আর বেদনা নিয়ে ঢাকা ছাড়লেন ওস্তাদ আলাউদ্দিন খাঁর বংশধর
- ২ চলছে রণবীর সিংয়ের রাজত্ব, ‘অ্যানিমেল’ টপকে সেরা দশে ‘ধুরন্ধর’
- ৩ ৪৬ বছর বয়সেই করুণ মৃত্যু, জনপ্রিয় অভিনেতার মরদেহ উদ্ধার
- ৪ যে কারণে ভেঙেছিল শুভর সঙ্গে প্রেম, অবশেষে মুখ খুললেন বিন্দু
- ৫ নিরাপত্তার কারণে কনসার্ট বাতিল হওয়ায় আর্থিক ক্ষতিতে ‘শিরোনামহীন’