ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

কেয়ার ব্ল্যাকমানি

প্রকাশিত: ০৭:০৫ এএম, ১৯ নভেম্বর ২০১৪

আনুষ্ঠানিক মহরতের মাধ্যমে সফল পরিচালক মো. সাফিউদ্দিন সাফি শুরু করলেন তার নতুন ছবি ‘ব্ল্যাকমানি’র শুটিং। শুরুতেই কেয়া ও সাইমনের দৃশ্য ধারণ করেন পরিচালক সাফিউদ্দিন সাফি ও চিত্রগ্রাহক তপন আহমেদ।

হাতিরঝিলের প্রিয়াংকা শুটিং স্পটে টানা দু’দিন শুটিং করবেন পরিচালক সাফিউদ্দিন সাফি। শুটিংয়ে অংশ নিচ্ছেন কেয়া, সাইমন, মৌসুমী হামিদ, রেবেকাসহ অনেকেই। কেয়া মনে করছেন, ব্ল্যাকমানি হবে তার টার্নিং পয়েন্ট। এ ছবিই তাকে ঘুরে দাঁড়াতে সাহায্য করবে।

প্রথম দিনের শুটিং মহরতে উপস্থিত ছিলেন ছবির বিশেষভাবে আমন্ত্রিত অতিথি চরিত্রে অভিনয় তারকা রুবেল, রেবেকা, পরিচালক জীবন রহমানসহ অনেকেই।

নতুন প্রযোজনা সংস্থা মুভি প্ল্যানেট মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মীয়মান ‘ব্ল্যাকমানি’ ছবির অন্যান্য চরিত্রে অভিনয় করবেন সাদেক বাচ্চু, মিশা সওদাগর, ডিজে সোহেল, আফজাল শরীফ প্রমুখ। ছবির কাহিনী সংলাপ লিখেছেন আবদুল্লাহ জহির বাবু। চিত্রগ্রহণে তপন আহমেদ, সঙ্গীত শওকত আলী ইমন, গীতিকার কবির বকুল, নৃত্যে মাসুম বাবুল, সাইফ খান কালু ও হাবিব। অ্যাকশন আরমান, মেকআপ কন্টিক, স্থিরচিত্রে বিরাজ ও ব্যবস্থাপনায় নূরুন্নবী।

পরিচালক সাফিউদ্দিন সাফি বলেন, চমৎকার একটি গল্প নিয়ে ‘ব্ল্যাকমানি’ ছবিটি নির্মাণ করছি। গল্প, গান, অ্যাকশন এবং নির্মাণশৈলী সব মিলিয়ে দর্শকদের সুন্দর একটি ছবি উপহার দেয়ার চেষ্টা আমার থাকবে। এ ছবিতে কেয়া, সাইমন ও লাক্স চ্যানেল আই সুপারস্টার মৌসুমী হামিদকে দর্শকরা নতুনরূপে দেখতে পারবেন।