মিরপুরে গাইলেন তাহসান
মিরপুরের শহীদ স্মৃতি পুলিশ কলেজে গেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী তাহসান। ছবি তাহসানের ফেসবুক পেইজ থেকে নেয়া
রাজধানীর মিরপুরের শহীদ স্মৃতি পুলিশ কলেজ মাতালেন জনপ্রিয় কণ্ঠশিল্পী তাহসান। শুক্রবার (৮জানুয়ারি) বিকেল ৩টায় অনুষ্ঠিত ওই কনসার্টে তাহসান একে একে আঙুল, অভিমানী, অনুভবে তুমি, ছুঁয়ে দিলে মনসহ বেশ কিছু জনপ্রিয় গান পরিবেশন করেন।
তাহসানের সঙ্গে আরেক জনপ্রিয় কণ্ঠশিল্পী কনাও মাতিয়ে তোলেন শহীত স্মৃতি পুলিশ কলেজে আগত দর্শকদের।
এ বিষয়ে জাগো নিউজকে তাহসান বলেন, বরাবরের মতো এবারের কনসার্টেও উপস্থিত সকলের ভালো রেসপন্স পেয়েছি, এতে কাজের উদ্দোমটা আরো বেড়ে গেছে। আগামীতেও এভাবেই গেয়ে যাব। সকলের কাছে কৃতজ্ঞ।
উল্লেখ্য, এ কনসার্টে মিডিয়া পার্টনার ছিল দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কম।
এনই/বিএ