ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

এবার ছেলের মা হচ্ছেন নায়িকা রুমানা

বিনোদন প্রতিবেদক | প্রকাশিত: ০৩:৩৯ পিএম, ০৯ মার্চ ২০২২

রুমানা খান। এক সময়ের টিভি নাটকের জনপ্রিয় অভিনেত্রী। এখন আর সেভাবে তাকে শোবিজ অঙ্গনে দেখা যায় না। স্বামীর সঙ্গে থাকেন যুক্তরাষ্ট্রে। সেখানে গত ৭ মার্চ অনুষ্ঠিত হয়েছে তার বেবি শাওয়ার অনুষ্ঠান।

আবারও মা হতে যাচ্ছেন শোবিজ থেকে বিদায় নেওয়া এই তারকা। এবার তিনি ছেলের মা হতে যাচ্ছেন।

রুমানার বেবি শাওয়ারের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অভিনেত্রী প্রিয়া ডায়েস। ছবিতে দেখা গেছে, রুমানার মাতৃত্বের আনন্দঘন উৎসবে শামিল হয়েছেন টনি ডায়েস, অভিনেত্রী নওশীন নাহরিন মৌসহ অনেকেই।

jagonews24

এর আগে ২০১৯ সালের ডিসেম্বরে প্রথমবার মা হয়েছিলেন রুমানা খান। তখন তার কোল আলো করে পৃথিবীতে আসে কন্যাসন্তান।

মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন রুমানা খান। ২০০৪ সালে তিনি নাম লেখান সিনেমায়। তার প্রথম সিনেমা ‘জয়যাত্রা’। ২০১০ সালে ‘ভালোবাসলেই সবার সাথে ঘর বাঁধা যায় না’ সিনেমায় অনবদ্য অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জেতেন তিনি।

রুমানা প্রথম বিয়ে করেছিলেন ২০০২ সালে। নির্মাতা ও উপস্থাপক আনজাম মাসুদের সঙ্গে তার সেই সংসার মাত্র এক বছর টিকেছিল। ২০০৪ সালে আবারও বিয়ে করেন অভিনেত্রী। সেটিও স্থায়ী হয়নি। তারপর যুক্তরাষ্ট্র প্রবাসী ব্যবসায়ী এলিন রহমানকে বিয়ে করেন।

এমআই/এলএ/এএসএম

আরও পড়ুন