ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

বাংলা শিখছেন দীপিকা

প্রকাশিত: ০৫:০৪ এএম, ২৪ নভেম্বর ২০১৪

এক জীবনে কখনো তারা বাঙালি ,কখনো মারাঠী, কখনো গুজরাটি আবার কখনো বিদেশিনী। চরিত্রের প্রয়োজনে পাল্টে যায় তাদের সত্ত্বা। অভিনয় শিল্পীদের এক জীবনে শেখার আর শেষ নেই। চরিত্রের প্রয়োজনে তাদের অনেক ভাষাই শিখতে হয়। এবার অভিনয়ের তাগিদে বাংলা ভাষা শিখছেন বলিউড কুইন দীপিকা পাড়ুকোন।

ভারতীয় একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে দীপিকা বলেন, চেন্নাই এক্সপ্রেস-এর সময় তামিল, রামলীলা’র সময় গুজরাটী, হ্যাপি নিউ ইয়ার-এর সময় মারাঠী ভাষা শিখেছি। এখন আমি বাংলা শিখছি। কারণ পিকু সিনেমাতে আমি একজন বাঙালি মেয়ের চরিত্রে অভিনয় করছি।