ভিডিও ENG
  1. Home/
  2. বিনোদন

বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসবের পর্দা উঠলো

প্রকাশিত: ০৪:২৫ এএম, ২৮ নভেম্বর ২০১৪

পাঁচ দিনে মোট পঞ্চান্ন ঘণ্টা গীত, বাদ্য ও নৃত্য পরিবেশিত হবে উৎসবে। বৃহস্পতিবার সন্ধ্যায় আয়োজন শুরুর পর থেকেই সুর মূর্ছনায় আবিষ্ট হন হাজারো সঙ্গীত পিয়াসী।

ধ্রুপদী সঙ্গীতের বিশাল আয়োজনটির শুরু হলো দেশের নামী শিল্পীদের জাতীয় সঙ্গীত আর পঞ্চকবির গানের মধ্য দিয়ে। গানের পর সম্মাননাও জানানো হয় শিল্পীদের।

উদ্বোধনী অনুষ্ঠানের আগেই ত্রিতালে তবলার যাদু দেখান আজিনক্যা জোশি। এরপর আয়োজক, স্পন্সর আর বিশিষ্টজনের মধ্যমণি হয়ে উৎসব উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

ভরতনাট্যমের মোহনীয় ভঙ্গিমার ডালি সাজিয়ে এরপর মঞ্চে আসেন বিদুষী মালবিকা সারুক্কাই। তারপর বাংলাদেশের রাজরূপা চৌধুরী শোনান সরোদ বাজিয়ে। এ দিনের আরো দুই শিল্পী ছিলেন সেতারের শহীদ পারভেজ খান।

উৎসবের দ্বিতীয় দিনের বড় আকর্ষণ কর্নাটকি তালবাদ্যের বড় নাম কড়াইকুড়ি মানি, গুন্ডেচ্চা ব্রাদার্স ও পণ্ডিত রাজন ও সাজন মিশ্র। দ্বিতীয় দিনের আয়োজন শুরু হবে সম্মিলিত তবলা বাদনের মধ্য দিয়ে।

যারা অনুষ্ঠানের জন্য আগে নিবন্ধন করতে পারেননি, তারাও আর্মি স্টেডিয়ামের গেটে গিয়ে করতে পারবেন স্পট রেজিস্ট্রেশন।