ববি এবার প্রযোজক (ভিডিও)
সহ প্রযোজক হিসেবে নাম লেখালেন চিত্রনায়িকা ববি। ছবির নাম এখোনো চূড়ান্ত হয়নি। এতে ববির বিপরীতে অভিনয় করবেন সাঞ্জু এবং এবিএম সুমন। ছবিটি পরিচালনা করবেন ইফতেখার চৌধুরী। আগামী বছর শুরু হবে ছবির শুটিং।
মাস খানেক আগের কথা। সিনেমা প্রযোজনা করার ঘোষণা দিয়েছিলেন চিত্রনায়িকা ববি। পূর্ণাঙ্গ প্রযোজক না হলেও সহ প্রযোজক হয়ে সেই কথা রাখলেন তিনি। ছবিটির প্রধান প্রযোজক ফ্যাটম্যান ফিল্মস।
চলচ্চিত্রটির নাম গোল্লাছুট বলছেন ববি। কিন্তু ফ্যাটম্যান ফিল্মসের কর্তা, সঙ্গীত শিল্পী অদিত বলছেন এখনো চূড়ান্ত হয়নি ছবির নাম। ইফতেখার চৌধুরী পরিচালিত এই ছবির শুটিং শুরু হবে আগামী বছরে।
ববি অভিনীত স্বপ্ন ছোঁয়া ছবিটি মুক্তি পাবে ডিসেম্বরে। এছাড়াও মুক্তির অপেক্ষায় রয়েছে অ্যাকশন জ্যাসমিন। এর বাইরে ববি অভিনয় করতে যাচ্ছেন পিকনিক নামের আরেকটি ছবিতে। ইফতেখার চৌধুরী পরিচালনায় এই ছবির প্রযোজনা দেশের বাইরের কেউ করবেন বলে জানিয়েছে একটি সূত্র।
ববি এখন ব্যস্ত রয়েছেন ব্ল্যাকমেইল এবং ওয়ান ওয়ে ছবির কাজ নিয়ে। পরিস্থিতি বুঝে পূর্ণাঙ্গ প্রযোজক হওয়ার আশা ব্যক্ত করেছেন তিনি।