ভিডিও ENG
  1. Home/
  2. বিনোদন

তৌসিফ-ফারাবির মিউজিক ভিডিও

প্রকাশিত: ১০:৫৩ এএম, ২৯ নভেম্বর ২০১৪

সম্প্রতি নির্মিত হলো কণ্ঠশিল্পী তৌসিফ-ফারাবির দ্বৈত গানের একটি মিউজিক ভিডিও। ‘এই বুকেতে’ শিরোনামের গানটি চলতি বছরের ভালবাসা দিবসে প্রকাশিত ‘রোদেলা আকাশ’ অ্যালবামে স্থান পায়। এটি রাকিব মুসাব্বিরের সুর ও সংগীতে প্রকাশিত চতুর্থ অ্যালবাম, প্রকাশিত হয় সিডি চয়েসের ব্যানারে।

ঢাকার উত্তরা, পল্টন ও ধানমন্ডির বিভিন্ন লোকেশনে শুক্রবার গানটির চিত্রধারন করা হয়। এতে মডেল হয়েছেন সামছুল হুদা ও তাবিয়ান।

‘এই বুকেতে কেউ থাকে না, থাকো শুধু তুমি’ এমন কথায় গানটি লিখেছেন অরন্য পাশা। বর্তমানে সম্পাদনার টেবিলে রয়েছে ভিডিওটি। জানা গেছে খুব শিগগিরই এটি বিভিন্ন চ্যানেলে প্রচার হবে।