ভিডিও ENG
  1. Home/
  2. বিনোদন

ববির প্রযোজনায় গোল্লাছুট

প্রকাশিত: ০৩:৪১ এএম, ৩০ নভেম্বর ২০১৪

নায়িকা ববি প্রযোজনা করবেন এটা অনেক পুরনো খবর। নতুন তথ্য হচ্ছে তার প্রযোজিত ছবির নাম `গোল্লাছুট`। এতে ববির সঙ্গে সহ-প্রযোজক হিসেবে থাকছে ফ্যাটম্যান ফিল্মস।

ইফতেখার চৌধুরীর পরিচালনায় এতে ববি নিজেও অভিনয় করবেন। তার বিপরীতে নতুন মুখ এবিএম সুমন এবং সাঞ্জুকে দেখা যাবে। অার সিনেমাটির শ্যুটিং আগামী বছরের মার্চ থেকে শুরু হবে বলে জানান তিনি।