ভিডিও ENG
  1. Home/
  2. বিনোদন

দুবাই কাঁপাচ্ছে ‘হ্যাপি নিউ ইয়ার’

প্রকাশিত: ০৪:৪০ এএম, ৩০ নভেম্বর ২০১৪

একেই বলে ‘গেল আর জয় করে ফিরল’। আমি কথা বলছি এবছর বক্স অফিসের সব রেকর্ড ভেঙ্গে চুরমার করে দেওয়া সিনেমা ‘ হ্যাপি নিউ ইয়ার’-এর দুই মহারথী ফারহা খান ও অভিষেক বচ্চনের। যারা সম্প্রতি দুবাইয়ে অনুষ্ঠিত একটি অ্যাওয়ার্ড শো-এ কেড়ে নিলেন জোড়া পুরষ্কার।

‘মাশালা অ্যাওয়ার্ড-২০১৪’-এর রেড কার্পেটে এবছর হাঁটলেন পরিচালক ফারহা খান ও অভিষেক বচ্চন। শুধু লাল বিছানো কার্পেটের উপরে চললেনই না। ছিনিয়ে  নিলেন তাঁদের ঝুলিতে দুই দুইটি পুরষ্কারও।

ছবির পরিচালক ফারহা খান পেলেন ‘ব্লকবাস্টার অফ দ্য ইয়ার’-এর তকমাটি। অন্যদিকে অভিষেক জিতে নিলেন ‘শ্রেষ্ঠ সহ অভিনেতা’-র পুরষ্কারটি। এই ছবিটিতে ‘মাতাল নন্দুর’ চরিত্রে অভিনয় করেছেন অভিষেক। পাশাপাশি এই অনুষ্ঠানে ‘এন্টারটেইনার অফ দ্য ইয়ার’ এর তকমাটিও এসেছে তাঁর ঝুলিতে। তবে এই তো সবে কলির সন্ধ্যে। না জানি আরও কত পুরষ্কার পাবে ফারহার এই ‘হ্যাপি নিউ ইয়ার’।