ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

তাহাদের `প্রেম বিক্রিয়া`

বিনোদন প্রতিবেদক | প্রকাশিত: ০৯:৪১ এএম, ১০ ফেব্রুয়ারি ২০১৬

ছোটপর্দার জনপ্রিয় জুটি সজল-মিম দুজনেরই বড়পর্দায় অভিষেক হয়েছে। সজল নাটকে নিয়মিত হলেও মিম এখন বড়পর্দার নায়িকা তবে মাঝেমধ্যে ছোটপর্দার পছন্দসই পেলে অভিনয় করে থাকেন। সম্প্রতি জনপ্রিয় এই জুটি অভিনয় করেছেন ‘প্রেম বিক্রিয়া’ শিরোনামের একটি নাটকে।

নাটকটি রচনা করেছেন বিনোদন সাংবাদিক খায়রুল বাসার নির্ঝর এবং পরিচালনা করেছেন রাশেদ রাহা।  নাটকের গল্পে দেখা যাবে, বিশ্ববিদ্যালয়ের পাঠ চুকিয়ে চাকরি নামের সোনার হরিণের সন্ধানে নেমেছে সজল। এমনই সময় বন্ধু বাপ্পি প্রেম করার পরামর্শ দেয় তাকে। ঘটনাচক্রে একদিন মিমের সঙ্গে দেখা হয় সজলের।

মিমকে চোখ আটকে যায় সজলের। কথা হয় তার সাথে। ধীরে ধীরে তাদের মধ্যে সখ্যতা গড়ে ওঠে। কিন্তু বাঁধা দেয় বাপ্পী। সে জানায় মিম বিবাহিতা, তবে স্বামীর সঙ্গে কোনো সম্পর্ক নেই। একথা শুনে সজল যেন রীতিমত আকাশ থেকে পড়ে। দ্বিধায় ভুগতে থাকে। তারপর? বাকিটা জানতে চাইলে নাটকটি প্রচার হওয়া পর্যন্ত অপেক্ষা করতে বললেন নির্মাতা রাশেদ রাহা।

তিনি বলেন, `গৎবাঁধা কাহিনির বলয়কে পাশ কাটিয়ে চেষ্টা করেছি `প্রেম বিক্রিয়া` নাটকে দর্শকদের নতুন কিছু উপহার দিতে। আশা করি নাটকটি দর্শকদের কাছে ভালো লাগবে।’

জানা গেছে, আগামী ১১ ফেব্রুয়ারি রাত ৯ টা ৫ মিনিটে বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভিতে `প্রেম বিক্রিয়া` নাটকটি  প্রচারিত হবে।

এনই/এইচএন/এবিএস