ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

মুভিবাজারের বিশেষ পর্বে মিম

প্রকাশিত: ১১:২৩ এএম, ১০ ফেব্রুয়ারি ২০১৬

ভালোবাসা দিবসকে সামনে রেখে এশিয়ান টিভির সাপ্তাহিক আয়োজন মুভিবাজার’র বিশেষ পর্বে অতিথি হয়ে আসছেন জনপ্রিয় চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম।

এখানে নিজের নতুন চলচ্চিত্র ‘সুইট হার্ট’ নিয়ে কথা বলবেন তিনি। সেইসঙ্গে সমাজের চোখে মিডিয়া, চলচ্চিত্রের এপার-ওপার থেকে শুরু করে মিমের চোখে অন স্ক্রিণ-অফ স্ক্রিণ ভালোবাসা- সবই উঠে আসবে এই আড্ডানুষ্ঠানটিতে।

আলোচনা হবে মিমের নায়ক প্রসঙ্গেও। ফেরদৌসতে দিয়ে চলচ্চিত্রে যাত্রা  করা মিম শাকিব খান, ইমন, বাপ্পী, আরিফিন শুভ পেরিয়ে ওপারের সোহমের সঙ্গেও জুটি বেঁধেছেন। সর্বশেষ কাজ করেছেন একসময়ের হার্টথ্রুব নায়ক রিয়াজের বিপরীতেও। সব নায়কদের সাথে কাজ করার অভিজ্ঞতা নিয়ে কথা বলবেন মিম।

Mimmm
সৈকত সালাহউদ্দিনের পরিকল্পনা, গ্রন্থনা ও উপস্থাপনায় ‘মুভিবাজার’ প্রযোজনা করেছেন নুরুল আলম তরিত। অনুষ্ঠানটি এশিয়ান টিভিতে প্রচার হয় প্রতি বৃহস্পতিবার রাত দশটায়। পুনঃপ্রচার রাত ২টা ৩৫ মিনিটে।

এলএ