কণ্ঠশিল্পী আকবরের ডান পা কেটে ফেলা হয়েছে
অবস্থার অবনতি হওয়ায় ডান পা কেটে ফেলা হয়েছে কণ্ঠশিল্পী আকবরের। রোববার (১৬ অক্টোবর) রাত ৯টার দিকে জাগো নিউজকে এই তথ্য নিশ্চিত করেছেন আকবরের স্ত্রী কানিজ ফাতেমা।
কানিজ ফাতেমা বলেন, অপারেশন শেষ হয়েছে একটু আগে। তার (আকবরের) ডান পা কেটে ফেলা হয়েছে। তার এই দৃশ্য দেখে আমার খুব কষ্ট হচ্ছে। সবাই তার জন্য দোয়া করবেন।
এদিকে জানা গেছে, আজ বিকেল সাড়ে পাঁচটার পর অস্ত্রোপচারের মাধ্যমে আকবরের ডান পা কেটে ফেলার সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকরা। রাজধানীর বেটার লাইফ হাসপাতলে তার অপারেশন সম্পন্ন হয়েছে।
উল্লেখ্য, কয়েক বছর ধরেই বিভিন্ন রোগের সঙ্গে লড়াই করছেন আকবর। তার দুটি কিডনিই নষ্ট হয়ে গেছে। পরে শরীরে পানি জমার কারণে তার ডান পায়ে ক্ষত সৃষ্টি হতে থাকে। এর আগে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন তিনি।
প্রায় এক দশক ধরে ডায়াবেটিসে ভুগছেন আকবর। এর মধ্যে কিডনি রোগে আক্রান্ত হয়ে কয়েক দফায় দেশে ও দেশের বাইরে চিকিৎসা করিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার চিকিৎসার জন্য ২০ লাখ টাকা অনুদান দিয়েছেন।
এমআই/এমএমএফ/এএসএম