ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

আইটেম গানে নায়লা নাঈম (ভিডিও)

প্রকাশিত: ০৫:২০ এএম, ১২ ফেব্রুয়ারি ২০১৬

আইটেম গান নিয়ে আবারো আলোচনায় এলেন নায়লা নাঈম। ইউটিউবে প্রকাশ পেল তার নতুন আইটেম গান ‘আমি সুন্দরী নারী’। ‘রাত্রির যাত্রী’ নামে নতুন একটি ছবির আইটেম গান এটি।

‘রাত্রির যাত্রী’ ছবিটি পরিচালনা করেছেন হাবিবুল ইসলাম হাবিব। জাগো নিউজকে তিনি বলেন, ‘রাজা কাশবির সুরে ‘আমি সুন্দরী নারী’ শিরোনামের গানটি লিখেছি আমি নিজেই। আর এতে কণ্ঠ দিয়েছেন রুবাইয়াত জাহান। আসাদ খানের কোরিগ্রাফিতে এরই মধ্যে নায়লার পারফর্মে গানটির দৃশ্যধারণ শেষ হয়েছে। দর্শকদের ভিন্ন রকম বিনোদন দিতেই এই আয়োজন।’

এক রাতের একটি চমৎকার গল্প নিয়ে নির্মিত হচ্ছে ‘রাত্রির যাত্রী’। এ ছবির মাধ্যমে প্রথমবারের মতো জুটি বাঁধলেন চিত্রনায়িকা মৌসুমী ও আনিসুর রহমান মিলন। ছবিটিতে আরো অভিনয় করছেন সোনিয়া হোসেন, শহিদুল ইসলাম সাচ্চু, শিমুল খান, আনন জামান, মারজুক রাসেল, সালাউদ্দীন লাভলু, এটিএম সামসুজ্জামানসহ আরো অনেকে। চলচ্চিত্রের কাহিনী, সংলাপ, ও চিত্রনাট্য করেছেন হাবিবুল ইসলাম হাবিব নিজেই এবং রাত্রির যাত্রী সিনেমাটি প্রযোজনা করছে ব্যাংক অব অডিও ভিজুয়াল আর্টস।



এএ/পিআর

আরও পড়ুন