ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

জমে উঠেছে প্রাণ চানাচুর কনসার্ট

প্রকাশিত: ০১:৩১ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০১৬

জমে উঠেছে প্রাণ চানাচুর জমপেস গান জমপেশ স্বাদ। ঘোড়াশালে জমে উঠেছে এ কনসার্ট। কনসার্ট মাতাচ্ছেন জনপ্রিয় শিল্পী এসআই টুটুল, বিন্দু, কণা এবং মনির হোসেন।


শুক্রবার বিকেল ৩টায় ঘোড়াশালের প্রাণ আরএফএল পাবলিক স্কুল মাঠে কনসার্টটি শুরু হয়। কনসার্ট দেখতে আসা দর্শকে কানায় কানায় পূর্ণ হয়েছে পুরো এলাকা। দর্শক-শ্রোতাদের ভিড় স্কুল মাঠ পেরিয়ে পাশের বাজার পার্যন্ত ঠেকেছে।  

এএইচ/এবিএস