ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

মিরপুরে প্রাণ ফ্রুটো বসন্ত বরণ কনসার্ট

প্রকাশিত: ০৩:৫৬ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০১৬

জাঁকজমকপূর্ণ প্রাণোচ্ছল আয়োজনের মাধ্যমে অনুষ্ঠিত হলো প্রাণ ফ্রুটো বসন্ত বরণ কনসার্ট বাই অলটাইম। বসন্তের রঙে মাতাতে শুক্রবার রাজধানীর মিরপুর ১১ এর সিটি ক্লাব মাঠে জনতার ঢল নামে।

ব্যস্ততায় স্বস্তির নিঃশ্বাস ফেলতে সাপ্তাহিক ছুটির দিনে নেচে গেয়ে কনসার্টটি উপভোগ করেছে হাজারো দর্শক।

বেলা পৌঁনে তিনটা থেকে শুরু হয় এই কনসার্ট। শুরুতেই মঞ্চ মাতাতে আসেন কেয়া। এরপর একে একে গান গান রুমি, কণা ও হৃদয় খান। বিকাল পৌঁনে ছয়টায় সাময়িক বিরতি দেওয়া হয়।

সাড়ে ৬টার দিকে মঞ্চে আসেন হাসান ও আর্ক। তুমি আমার সুরে, এতো কষ্ট কেন ভালবাসায়, সুইটিসহ বেশকিছু জনপ্রিয় গান গেয়ে দর্শকদের মন জয় করেন।

pran-new
সন্ধ্যা সোয়া ৭টার দিকে মঞ্চে আসে ওয়ারফেজ। ভোকাল মিজানের সুরের মূর্ছনার সঙ্গে দর্শকরা নেচে গেয়ে সিটি ক্লাবের মাঠ আনন্দমুখর পরিবেশ তৈরি হয়। এ সময়, পূর্ণতার মত কালজয়ী গান গেয়ে মঞ্চ মাতায় ওয়ারফেজ।
গান শেষে সকল শিল্পীই প্রাণের এমন আয়োজনের উচ্ছ্বসিত প্রশংসা করেন। এ আয়োজনের জন্য প্রাণকে বিশেষভাবে ধন্যবাদ জানান হাসান।

এ সময় তিনি বলেন, ‘আমরা সবাই বাঙালি। সবাই চেষ্টা করবেন পাশের জনকে সাহায্য করতে। যেমন করে আজকে প্রাণ আমাদের সহযোগিতায় এগিয়ে এসেছে। প্রাণ যেমন সারা বিশ্বে এগিয়ে যাচ্ছে, তেমনি আমরা সকল কিছুতেই একদিন এগিয়ে যাব।

এদিন সিটিক্লাব মাঠে প্রায় দশ হাজার দর্শক এ কনসার্ট দেখেন। প্রতিটি শিল্পীর গান শেষে এবিতে প্রাণ ফ্রুটোসহ প্রাণের অন্যান্য পণ্যের উৎপাদনের প্রক্রিয়া ও গুনগত মানের ভিডিও চিত্র দেখানো হয়।

আরটি/এএইচ/এবিএস