ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

শাহরুখের শুটিং বন্ধ হওয়ায় অসহিষ্ণুতা বিতর্কে ভারত

প্রকাশিত: ০৯:২৪ এএম, ১৪ ফেব্রুয়ারি ২০১৬

তিন-তিনবার শুটিং বন্ধ করে দেয়া হলো বলিউড বাদশা শাহরুখ খানের। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্য গুজরাটের আহমেদাবাদে শাহরুখের নির্মীয়মাণ ছবি ‘রইসে’র শুটিং হবার কথা। গত দু’সপ্তাহে এখানে তিনবার সেই শুটিং বাঁধাগ্রস্ত হলো। আর এতে আবারো দেশটিতে মাথাচাড়া দিয়ে উঠেছে অসহিষ্ণুতা-বিতর্ক।

জানা গেছে, আজ রোববার, ১৪ ফেব্রুয়ারি আহমেদাবাদের অদূরে ‘হেরিটেজ’ এলাকা হিসাবে চিহ্নিত সারখেজ রোজায় শুটিং ছিল শাহরুখের। কিন্তু ‘যথোপযুক্ত’ অনুমতির অজুহাত দেখিয়ে সেখানে শুটিং আটকে দিয়েছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া (এএসআই)।

সারখেজ রোজায় রয়েছে বহু প্রাচীন মসজিদ এবং সমাধিক্ষেত্র। তদুপরি জায়গাটি ‘হেরিটেজ’ এলাকা হওয়ায় সেখানে শুটিং করতে গেলে এএসআইয়ের অনুমতি লাগে। জানা গিয়েছে, ‘রইস’র শুটিংয়ের জন্য স্থানীয় প্রশাসনের অনুমতি নিলেও এএসআইয়ের অনুমতি নেয়নি ছবির টিম। ফলে, নির্ধারিত ‘শুটিং স্পটে’ প্রবেশের অনুমতি পাননি শাহরুখ-সহ ‘রইস’র ইউনিটের সদস্যরা।

বিষয়টিতে দারুণ বিরক্ত শাহরুখ। তিনি মনে করছেন তাকে হেয় করতেই এই ফন্দি আঁটা হয়েছে। যেখানে স্থানীয় প্রশাসনের অনুমতি মিলেছে সেখানে আলাদা করে এএসআইয়ের অনুমতি প্রয়োজন পড়ে না। আর ছবিটি বিদেশের কারো নয় যে সেটি আটকে দিতে হবে। শাহরুখ বলেন, ‌‘আজকাল যে আচরণের শিকার হচ্ছে বলিউড তাতে খুব শিগগিরই একটা বিপর্যয় নামবে।’

তবে জানা গেছে শুটিংয়ের জন্য এএসআইয়ের কাছে আবেদন জানানো হয়েছে।

এর আগে শাহরুখের শুটিং বন্ধ হয়েছিল বিশ্ব হিন্দু পরিষদের (ভিএইচপি) প্রতিবাদে। কচ্ছ জেলার মাণ্ডবীতে শাহরুখের শুটিংয়ের প্রতিবাদে রাস্তা আটকেছিল ভিএইচপি’র লোকজন। শেষ পর্যন্ত তাদের গ্রেফতার করে পুলিশ। ভিএইচপি’র মাণ্ডবী শাখার সভাপতি রঘুবীর জাডেজাকে বলতে শোনা গিয়েছিল, ‘অসহিষ্ণুতা নিয়ে মন্তব্যের প্রতিবাদেই আমরা বিক্ষোভ দেখাচ্ছি। শাহরুখের মনে রাখা উচিত, দেশে অসহিষ্ণুতা থাকলে তার পক্ষে এত জনপ্রিয় তারকা হওয়া সম্ভব হতো না।’

গুজরাটের প্রেক্ষাপটে তৈরি হচ্ছে রাহুল ঢোলাকিয়া পরিচালিত ‘রইস’। ওই রাজ্যের বিভিন্ন জায়গায় ছবির শুটিং হওয়ার কথা। যদিও গত ১ ফেব্রুয়ারি কচ্ছে পা দেওয়া থেকেই একের পর এক বাধার সম্মুখীন হচ্ছে ‘রইস’র শুটিং ইউনিট। সেদিনই খড়ী নদীর তীরে শুটিংয়ের আগে শাহরুখকে আটকাতে মিছিল বার করেছিল ভিএইচপি। তারও দু’দিন আগে রাজ্যে শাহরুখের আগমনের প্রতিবাদে ভুজ প্রশাসনের সদর দফতরের সামনে বিক্ষোভ দেখিয়েছিল হিন্দুত্ববাদীরা।

গত ২ নভেম্বর নিজের জন্মদিনে সম্প্রচারিত এক টেলিভিশন সাক্ষাৎকারে শাহরুখ মুখ খুলেছিলেন অসহিষ্ণুতা প্রসঙ্গে। দেশে ক্রমবর্ধমান অসহিষ্ণুতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন তিনি। পরে তার বক্তব্যের ভুল ব্যাখ্যা হয়েছে বলে দাবি করলেও বিতর্ক মেটেনি।

কারণ যা-ই হোক, মোদীর রাজ্যে বারবার শাহরুখের ছবির শ্যুটিং বাধা পাওয়া ‘তাৎপর্যপূর্ণ’ বলেই মনে করছেন রাজনীতিবিদসহ নানা মহল। কেউ কেউ মনে করিয়ে দিচ্ছেন, অসহিষ্ণুতা বিতর্কে মুখ খোলার পরেই কেন্দ্রীয় সরকারের পর্যটন প্রচারবিজ্ঞাপন ‘ইনক্রেডিবল ইন্ডিয়া’ থেকে আমির খানের ‘অপসারণে’র ঘটনা। আর তারই সূত্র ধরে এখন হেনস্থা করা হচ্ছে শাহরুখকে।

এলএ