অসুখী ফ্রিডা পিন্টো
ঝুলিতে যতই হলিউড ছবি থাকুক দেশের মাটিই যে ভরসা সেটা এবার হাড়ে হাড়ে টের পাচ্ছেন ফ্রিডা পিন্টো। পড়াশুনা ও বেড়ে ওঠা দুটোই মু্ম্বাইতে। তারপর মডেলিং শুরু করেন তিনি। কিন্তু কপাল খুলল কিছুদিন পরেই। ড্যানি বয়েলের ‘স্লামডগ মিলিওনেয়ার’ ছবিতে সুযোগ পাওয়ার পর খ্যাতির বীড়ম্বনা সামলানোই দায় হয়ে যাচ্ছিল ফ্রিডার।
এরপর একের পর এক হলিউডি ছবির অফারে ক্লান্ত হয়ে পড়ছিলেন তিনি। যদিও তার মধ্যে অনেকগুলিতেই কাজ করে ফেলেছেন। আপাতত তাঁর স্থায়ী ঠিকানা লস এঞ্জেলস। কিম্তু এত সত্ত্বেও তিনি অসুখী কেন? কেনই বা বলিউডে কাজ করার জন্য এতটা উদ্বেল হয়ে রয়েছেন?
আসলে বলিউডি পরিচালকদের কাছে তাঁর কোনও অবস্থানই নেই। তাঁরা ফ্রিডাকে পাত্তাই দিতে চান না। হলিউডি লেভেল সাঁটা থাকলেও তাতে এখানে কাজ পেতে কোনও বাড়তি সুবিধা হচ্ছে না এই অভিনেত্রীর। এদিকে হলিউডের অফারও ক্রমশ কমে যাচ্ছে। আর এছাড়াও ফ্রিডা খুব ভালোমতোই বুঝে গেছেন ভারতীয় দর্শকদের মধ্যে জনপ্রিয়তা তৈরি করতে গেলে বলিউডের হিন্দি ছবিতে কাজ করতেই হবে।