ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

রবিন ঘোষের স্মরণে পুরানো সেই দিনের কথা

প্রকাশিত: ০৬:৪০ এএম, ১৫ ফেব্রুয়ারি ২০১৬

মিউজিকের প্রতি আগ্রহ একদম অল্প বয়স ছিলো তার। গ্রাজ্যুয়াশন করার পর তিনি সেই আগ্রহকে স্বপ্নে পরিণত করে রেডিওতে কাজ শুরু করেন। ষাটের দশকে পরিচালক এহতেশামের ‘রাজধানীর বুকে’ চলচ্চিত্রের গানের মাধ্যমে সুরকার ও সংগীত পরিচালক হিসেবে যাত্রা। এরপর ক্রমেই তিনি হয়ে উঠেছেন কিংবদন্তি রবিন ঘোষ।

তিনি বাংলা ও উর্দু অসংখ্য চলচ্চিত্রের গানে সুরারোপ এবং সংগীত পরিচালনা করেছেন। এর মধ্যে তালাস, পয়সা এবং ভাইয়া অন্যতম।

‘রাজধানীর বুকে’ ছবিতে রবিন ঘোষ ফেরদৌসী রহমানের সাথে যৌথভাবে সংগীত পরিচালনা করেন। ছবির ‘তোমারে লেগেছে এতো যে ভালো’ গানটি তালাত মাহমুদের কণ্ঠে তুমুল জনপ্রিয়তা লাভ করে।

পরে বাংলা ছবি ‘হারানো দিন’, ‘পিচঢালা পথ’, ‘নতুন সুর’, ‘নাচের পুতুল’ ইত্যাদি ছবিতে সুরারোপ করেন। ফেরদৌসী রহমানের কণ্ঠে ‘আমি রূপনগরের রাজকন্যা’, আব্দুল জব্বারের কণ্ঠে ‘পিচঢালা এই পথটারে’, শাহনাজ রহমতউল্লাহর কণ্ঠে ‘ফুলের কানে ভ্রমর এসে’, মাহমুদুন্নবীর কণ্ঠে ‘আয়নাতে ওই মুখ দেখবে যখন’ গানগুলি সেই সময় প্রচুর জনপ্রিয়তা পায়।

উপমহাদেশের গুনী এই সুরকার ও সংগীত পরিচালক সম্প্রতি চলে গেছেন না ফেরার দেশে।  তার জীবন কর্ম নিয়ে জিটিভি নির্মাণ করেছে ‘পুরানো সেই দিনের কথা’র বিশেষ পর্ব। রবিন ঘোষের বর্ণাঢ্য জীবনের জানা-অজানা গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন দর্শক এই অনুষ্ঠানের মাধ্যমে।

তার জীবনের জানা-অজানা গুরুত্বপূর্ণ তথ্য, ছেলেবেলা, শিক্ষাজীবন, কর্মক্ষেত্র, সংগ্রাম, আন্দোলন, জীবনের টার্নিং পয়েন্ট, নানান অভিজ্ঞতা, পাওয়া না পাওয়ার গল্প ইত্যাদি আরও অনেক বিষয় নিয়ে এইচ এম তানভির হাসানের প্রযোজনায় অনুষ্ঠানটি মঙ্গলবার রাত ১১টায় জিটিভিতে প্রচার হবে।

এলএ

আরও পড়ুন