আর্জেন্টিনাকে নিয়ে এখনও আশাবাদী জায়েদ খান
কাতার বিশ্বকাপে গতকালের (২২ নভেম্বর) আসরে প্রচণ্ড ধাক্কায় আর্জেন্টিনার শিবির পর্যুদস্ত। সৌদি আরবের কাছে হেরেছে ২-১ গোলের ব্যবধানে। যদিও এ হারেই বিশ্বকাপের আশা শেষ হয়ে যায়নি আর্জেন্টিনার। পরের দুই ম্যাচ জিতলেই দ্বিতীয় রাউন্ডে উঠে যেতে পারবেন মেসির দল।
সেই আশায় এখনও ব্যাপক আশাবাদী আর্জেন্টিনার একনিষ্ঠ সমর্থক চিত্রনায়ক জায়েদ খান। আর্জেন্টিনার সমর্থক এ নায়ক ম্যাচ শেষে ফেসবুক স্ট্যাটাসে লেখেন, ‘সামনে আর্জেন্টিনা তার আপন গতিতে ফিরে আসবে এটাই প্রত্যাশা।’

জায়েদ খান একটি বেসরকারি টিভি চ্যানেলের অনুষ্ঠানে এ কথা বলেছেন বলে ফেসবুক স্ট্যাটাসে জানিয়েছেন। স্ট্যাটাসের সঙ্গে কয়েকটি ছবিও পোস্ট করেছেন তিনি। ছবিতে জায়েদের সঙ্গে উপস্থাপিকা শ্রাবণ্য তৌহিদা ও মৌসুমী মৌকেও দেখা গেছে।
এর আগে আর্জেন্টিনার জার্সি পরে বল হাতে জায়েদ ফেসবুকে লিখেছিলেন, ‘আর্জেন্টিনার জন্য শুভ কামনা। ছোটবেলা থেকেই ম্যারাডোনার কারণে এই দলের প্রতি ভালোবাসা। এই দলের জার্সি ছাড়া কোনো দলের জার্সি কখনো গায়েও দেইনি। এবারের বিশ্বকাপে সুন্দর খেলা উপহার দেবে এটাই প্রত্যাশা।’
এমআই/এমএমএফ/এমএস