ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

টুইটারে প্রশংসায় স্টার ওয়ারস (ভিডিও)

প্রকাশিত: ০৮:২৪ এএম, ০২ ডিসেম্বর ২০১৪

সম্প্রতি ইউটিউবে রিলিজ পেয়েছে স্টার ওয়ারস সিরিজের নতুন পর্ব ‘স্টার ওয়ারস : দ্য ফোর্স এ্যাওয়াকেনস’-এর প্রথম টিজার। আর রিলিজ পাওয়া মাত্রই ভক্তদের প্রশংসায় ঝড় উঠেছে টুইটারে।

টাইমস অব ইন্ডিয়া জানায়, স্টার ওয়ারসের নতুন টিজার দারুণ উত্তেজনা সৃষ্টি করেছে। যার বহির্প্রকাশ ঘটছে টুইটারে। স্টার ওয়ারসের টিজার দেখে এক ভক্ত লিখেছেন, ‘কিম কার্দাশিয়ানের খোলামেলা ছবির কথা ভুলে যাও, ইন্টারনেটে যদি কিছু ঝড় তুলতে পারে তা হল এই টিজারটি।’

আরেকজন লিখেছেন, ‘আমার বয়স ৪৪ বছর। ‘দ্য ফোর্স এ্যাওয়াকেনস’-এর ৮৮ সেকেন্ড দেখে মনে হচ্ছে ৭ বছর বয়সে ফিরে গেছি। ১৯৭৭ সালে বসে স্টার ওয়ারস দেখছি।’

টুইটারে করা বেশিরভাগ মন্তব্যই ইতিবাচক, তবে কেউ কেউ বলেছেন টিজারটি নাকি আশানুরূপ হয়নি।

টিজারটিতে দেখা যাচ্ছে, আগের মতোই নতুন এ পর্বে অভিনয় করেছেন জন বয়েগা, সিথস, স্যান্ড ডিউনস, ডেইজি রিডলি। বহুল প্রতীক্ষিত এ ছবিটি মুক্তি পাবে ২০১৫ সালের ডিসেম্বরে। ‘স্টার ওয়ারস : দ্য ফোর্স এ্যাওয়াকেনস’ পরিচালনা করেছেন জে জে আব্রামস।