ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

ফরিদুর রেজা সাগরের গল্পে একের ভেতর দুই

প্রকাশিত: ০৬:২৯ এএম, ২০ ফেব্রুয়ারি ২০১৬

বিটিভির জন্য মহান ভাষা দিবস উপলক্ষে বিশেষ নাটক লিখেছেন শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগর। নাটকের নাম ‘একের ভেতর দুই’। প্রচার হবে আগামীকাল ২১ ফেব্রুয়ারি রাত ৮টার সংবাদের পর।

নাটকটি প্রযোজনা করেছেন জয়নাল আবেদিন সরকার। এ নাটকে অভিনয় করেছেন ঝুনা চৌধুরী, শহিদুল আলম সাচ্চু, হাফিজুর রহমান সুরুজ, আখতারুজ্জামান, টুটুল, অ্যানী চৌধুরী প্রমুখ।

নাটকের গল্পে দেখা যাবে- সোবহান সাহেব একজন স্কুল শিক্ষক। ছেলে মেয়েদের শুধু বাংলা শেখাতে গিয়ে নানান বিড়ম্বনার মুখোমুখি হন। একদিন তিনি বুঝতে পারেন প্রিয় মাতৃভাষা রাষ্ট্রভাষার মর্যাদা পেলেও ভাষা চর্চায় অবহেলা স্পষ্ট। মাতৃভাষা বাংলা চর্চার ক্ষেত্রে অসঙ্গত, অবজ্ঞ আর অনাচার শুরু হয়েছে।

গোটা ঢাকা শহরে অফিস আদালতের সামনে বাংলার চেয়ে ইংরেজিতেই সাইনবোর্ড বেশি। ছেলে মেয়েরা বিদেশি ভাষার প্রতি আকৃষ্ট হচ্ছে। প্রচার মাধ্যম বিশেষ করে রেডিওতে বাংলা ভাষা যেন উপেক্ষিত। পাশাপাশি নিম্নস্তরের মানুষ শুধু বাংলা চর্চা মোটেও গুরুত্ব দেয়না।

এজন্য পথে পথে লিফলেট বিতরণ শুরু করে সোবহান সাহেব। তাকে অনেকে পাগল ভাবতে শুরু করে। সোবহান সাহেবের মৃত্যুর মধ্য দিয়ে এক কঠিন সত্য দর্শকের সামনে উপস্থিত হয়।

এদিকে ‘একুশে পদক’ প্রাপ্ত টিভি ব্যক্তিত্ব ও শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগর আগামী ২২ ফেব্রুয়ারি ৬১ বছরে পা দিচ্ছেন। জনপ্রিয় টিভি স্যাটেলাইট চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করা এই গুণী মানুষটি শিশু সাহিত্যে অবদানের জন্য পেয়েছেন বাংলা একাডেমি পুরস্কার, অগ্রনী ব্যাংক সাহিত্য পুরস্কার, রোমেনা আফাজ স্মৃতি স্বর্ণ পদক, টেনাশিনাস পদক ও ইউরো শিশু সাহিত্য পুরস্কার।

পাশাপাশি চলচ্চিত্র প্রযোজনার জন্য পেয়েছেন দেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কার, বিদেশে নানা সম্মাননা ও স্বীকৃতি। শ্রেষ্ঠ টেলিভিশন অনুষ্ঠান প্রযোজনা, নির্মাণ ও পরিচালনার জন্য বাচসাসসহ বিভিন্ন সংগঠন তাকে পুরস্কারে ভুষিত করেছে।

এলএ/এমএস