ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

আলম-রাফাতের জাহানারা চমক!

প্রকাশিত: ০৬:৫০ এএম, ২০ ফেব্রুয়ারি ২০১৬

এ প্রজন্মের কাছে সুফিয়ানা খ্যাত সংগীতশিল্পী শাহরিয়ার রাফাত। গানে কণ্ঠ দেয়ার পাশাপাশি সংগীতায়োজনও করছেন নিয়মিতই। অন্যদিকে সাংবাদিকতার পাশাপাশি নির্মান ও গান লেখার সঙ্গে জড়িত রয়েছেন জিয়াউদ্দিন আলম। সম্প্রতি তিনি একটি গানের সুরারোপ করলেন।

আর ‘জাহানারা’ শিরোনামের এই গানটি করতে গিয়ে প্রথম একসঙ্গে কাজ করলেন রাফাত ও আলম। আলম জানালেন, গানটির সংগীতায়োজনের পাশাপাশি কণ্ঠও দিয়েছেন রাফাত।

এরইমধ্যে বিশ্ব ভালবাসা দিবসে উপলক্ষে জিসান মাল্টিমিডিয়ার ব্যানারে ‘গল্প কথা’ নামক মিশ্র অ্যালবামে ডিজিটালি প্রকাশ হয়েছে ‘জাহানারা’। প্রকাশ হয়েছে ইউটিউবেও। রাফাত বললেন, ‘নিজের ট্র্যাকের বাইরে গিয়ে খানিকটা ব্যতিক্রমী মেজাজের গান করেছি। বেশ ভালোই সাড়া পেয়েছি।’

গান নিয়ে জিয়াউদ্দিন আলম বলেন, ‘এই প্রথম গানে সুর করার মতো দুঃসাহস করে ফেলেছি। অনেক টেনশনে ছিলাম শ্রোতারা গানটি কিভাবে গ্রহণ করবেন সেই ভেবে। শেষপর্যন্ত সবার ভালোবাসায় আমি মুগ্ধ হয়েছি। রাফাতের কাছে কৃতজ্ঞতার শেষ নেই। তিনি গানটি বেশ চমৎকার করে গেয়েছেন এবং শ্রুতিমধুর সংগীতায়োজনও করেছেন। এই সাফল্যমন্ডিত চমক শ্রোতাদের জন্য ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’

শুনুন জাহানারা গানের অডিও :



এলএ/এমএস