ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

কুষ্টিয়ায় প্রদর্শিত হবে বাপজানের বায়োস্কোপ

প্রকাশিত: ০৯:৫৭ এএম, ২০ ফেব্রুয়ারি ২০১৬

দেশ জুড়ে দর্শকদের কাছে নিজের ছবি ‘বাপজানের বায়োস্কোপ’কে পৌঁছে দিতে বিকল্প প্রদর্শনী করছেন রিয়াজুল রিজু। সে ধারাবাহিকতায় ২১ থেকে ২৩ ফেব্রুয়ারি কুষ্টিয়া জেলা শিল্পকলায় চলচ্চিত্রটি দর্শনীর বিনিময়ে দেখানো হবে।

রিজু জানালেন, নির্ধারিত দিনগুলোতে প্রতিদিন সকাল ১১টা, বেলা ৩টা, বিকেল সাড়ে ৫টা ও রাত ৮টায় চলচ্চিত্রটি প্রদর্শিত হবে। প্রদর্শনের সময় সেখানে উপস্থিত থাকবেন চলচ্চিত্র সংশ্লিষ্ট কলাকুশলীরা।

কারুকাজ ফিল্মসের প্রথম চলচ্চিত্র হিসেবে গেল বছরের ১৮ ডিসেম্বর দেশের ৪২টি প্রেক্ষাগৃহে মুক্তি পায়  ‘বাপজানের বায়োস্কোপ’। কোনো এক অজানা চক্রান্তে ৩৮টি হল থেকে প্রথম দিনেই পূর্ব ঘোষণা ছাড়া ছবিটি নামিয়ে দেওয়া হয়। তারপরই বিকল্প উপায়ে ছবিটি বিভিন্ন জেলা শহরে দেখানোর সিদ্ধান্ত নেন পরিচালক।

‘বাপজানের বায়োস্কোপ’ ছবির কাহিনি লিখেছেন মাসুম রেজা। এতে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, সানজিদা তন্ময়, শতাব্দী ওয়াদুদ প্রমুখ। ছবিটি আন্তর্জাতিক অঙ্গনেও বেশ খ্যাতি অর্জন করেছে।

এলএ/এবিএস